#মুম্বই: বিয়ের ঘণ্টা বেজেই গেল ৷ বেশ কিছুদিন ধরেই রণবীর ও দীপিকার বিয়ের খবর নিয়ে মশগুল ছিল গোটা দেশ ৷ তাঁদের বিয়ের দিনক্ষণ নিয়ে কতশত জল্পনাই চলছিল ৷ এবার দীপিকা-রণবীরের দিনক্ষণ নিজেই ট্যুইট করে জানালেন দীপিকা ৷
আজ রবিবার বিকেলে ট্যুইট করে জানালেন আগামী ১৪ এবং ১৫ নভেম্বের হল সেই শুভ দিন যেখানে চার হাত এক হতে চলেছে ৷ সেখানে তাঁদের বিয়ের কার্ডের দুটি ছবিও পোস্ট করেছেন অভিনেত্রী ৷
— Deepika Padukone (@deepikapadukone) October 21, 2018