#মুম্বই: এখনও টাটকা স্মৃতি৷ ৭ বছর দেখতে দেখতেই কেটে গিয়েছে ইয়ে জওয়ানি হে দিওয়ানির(Yeh Jawani Hai Deewani)৷ সিনেমার ফার্স্ট লুক টেস্টের ছবি পোস্ট করে মনে করিয়ে দিলেন দীপিকা৷ এই ছবিটি ছিল দীপিকা-রণবীরের সুপারহিট ফিল্ম৷ এর আগেই বাস্তবে সম্পর্ক ভাঙে দু’জনের৷ কিন্তু ছবিতে দেখা গিয়েছিল যে একবার সম্পর্ক ভেঙে আবার জুড়েছে ছবির নয়না ও বানির প্রেম৷ তাঁদের রোম্যান্সে ভেসে গিয়েছিলেন ভক্তরাও৷ ছবিটি খুবই স্পেশাল দীপিকার কাছে৷ তাই ছবিরই একটি ডায়লগ দিয়ে তিনি মনে করালেন ৭ বছর আগেকার কথা৷ অন্যদিকে ধর্ম প্রোডকশনের পক্ষ থেকেও ছবির একটি ভিডিও বানানো হয়েছে৷ #7yearsOfYJHD হিসেবে যা রীতিমত ট্রেনডিং৷
Our very first look test...
— Deepika Padukone (@deepikapadukone) May 31, 2020
‘Yaadein mithai ke dibbe ki tarah hoti hain...Ek baar khula, toh sirf ek tukda nahi kha paoge’- Naina Talwar #7YearsOfYJHD #AyanMukerji #RanbirKapoor #Bunny pic.twitter.com/z9jNWfRkRD
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Deepika padukone, Ranbir Kapoor