Home /News /entertainment /
শাহরুখের চুমুতে থামল দীপিকার কান্না

শাহরুখের চুমুতে থামল দীপিকার কান্না

Deepika Padukone breaks down; Shah Rukh Khan kissed and wipes her tears

Deepika Padukone breaks down; Shah Rukh Khan kissed and wipes her tears

শাহরুখের চুমুতে থামল দীপিকার কান্না

 • Share this:

   #মুম্বই: শাহরুখের সামনে বসে অঝোরে কেঁদে চলেছেন দীপিকা ৷ যত্ন করে প্রিয় দিপ্পির চোখের জল মুছিয়ে দিচ্ছেন বাদশা ৷ কান্না থামাতে অবশেষে দীপিকার কপালে শাহরুখের স্নেহচুম্বন ৷ সোশ্যাল মিডিয়া লাখো লাখো শেয়ারে ভাইরাল শাহরুখ ও দীপিকার সাম্প্রতিক একটি ভিডিও ৷

  লক্ষ লক্ষ তরুণীর হৃদয়ের বাদশা শাহরুখ বরাবরই জেন্টলম্যান হিসেবেই পরিচিত ৷ মহিলা সহকর্মী হোক বা তরুণী ফ্যান, কিং খান সবসময়ই মেয়েদের সম্মান নিয়ে বিশেষ যত্নশীল ৷ বরাবরই বিভিন্ন ঘটনায় সামনে এসেছে শাহরুখের ট্রু জেন্টলম্যান নেচার ৷

  তেমনই উদাহরণ মিলল আরও একবার ৷ সম্প্রতি ‘বাতে উইথ বাদশা’ নামে একটি শোতে অতিথি হিসেবে হাজির ছিলেন দীপিকা পাড়ুকোন ৷ অনুষ্ঠানের হোস্ট ছিলেন শাহরুখ ৷ সেখানেই দীপিকার উদ্দেশ্যে লেখা দীপিকার মা উজ্জ্বলা পাডুকনের লেখা একটি চিঠি পড়ে শোনাচ্ছিলেন কিং খান ৷ চিঠিতে দীপিকার মা লিখেছিলেন, বলিউডের প্রথম সারির গ্ল্যামারাস অভিনেত্রী হলেও বনশালির ‘রানি পদ্মাবতী’ বাড়িতে আর পাঁচটা মেয়ের মতোই কতটা সাধারণ জীবন যাপন করেন ৷ শ্যুটিং সেরে বাড়ি ফিরে সবার আগে পর্দার ‘পিকু’-এর প্রথম কাজ নাকি বাড়ি পরিষ্কার ৷ সাফল্যের শিখর ছোঁয়ার পরও বদলাননি দীপিকা ৷

  চিঠি জুড়ে দীপিকা আদর, স্নেহ, ভালবাসা ও আর্শিবাদে ভরিয়ে দিয়েছেন উজ্জ্বলা পাড়ুকোন ৷ শাহরুখ চিঠিতে পড়তে শুরু করার সঙ্গে সঙ্গেই আবেগপ্রবণ হয়ে পড়েন দীপিকা ৷ শত চেষ্টাতেও বাধ মানে না চোখের জল ৷ চিঠি পড়া শেষ করে কিং খান নিজেই এগিয়ে যান দীপিকার দিকে ৷ যত্ন করে চোখ মুছিয়ে চুম্বন করেন কপালে ৷

  শাহরুখের স্নেহ স্পর্শে অবশেষে নিজেকে সামলে ওঠেন কিং খানের প্রিয় মিনাম্মা ৷ আবেগপ্রবণ এই দৃশ্যের এক ঝলক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন দীপিকার ফ্যান ক্লাব ৷ তারপর আর কথাই নেই ইন্টারনেট জুড়ে তখন শুধুই দীপিকা-শাহরুখ ৷

  Deepika broke down after hearing her mother's letter #deepikapadukone

  A post shared by Follow For Daily Updates (@ourdeepika) on

  First published:

  Tags: Baatein with Baadshah, Deepika Crying, Deepika padukone, Shah Rukh Khan

  পরবর্তী খবর