#মুম্বই: ইতালির বিবাহপর্ব শেষ ৷ এবার ঘরের মানুষজনের ঘরে ফেরার পালা ৷ সম্ভবত ১৮ তারিখ মুম্বইয়ে পা রাখবেন ‘দীপবীর’ ৷ এখন আর প্রেমিক-প্রেমিকা নন, তাঁরা বিবাহিত স্বামী-স্ত্রী ৷এই নয়া অবতারে মিস্টার অ্যান্ড মিসেস সিংকে স্বাগত জানাতে তাই তৈরি হয়ে উঠছে মুম্বইয়ের সিং ভিলা ৷ নবদম্পতিকে বরণ করে নিতে প্রস্তুতি চলছে জোরকদমে ৷ আলোয় আলোয় সেজে উঠেছে রণবীরের গোটা বাড়ি ৷ দীপিকার বাড়িও সাজানো হয়েছে আলো আর ফুল দিয়ে ৷ পাশাপাশি, দীপিকার জন্য একটি ফ্ল্যাটও কিনেছেন রণবীর ৷ সেখানে এই মুহূর্তে ইন্টেরিয়রের কাজ চলছে ৷ তবে সেই ফ্ল্যাটটিও আলো দিয়ে সাজানো হয়েছে ৷ কিছুদিনের মধ্যেই নতুন সেই ফ্ল্যাটে উঠে যাবে বাজিরাও-মস্তানি ৷দেখুন রণবীর-দীপিকার বাড়ির আলোকসজ্জার ভিডিও-
Deepika's residence in Mumbai #DeepikaWedsRanveer #DeepVeerKiShaadi pic.twitter.com/nv78B7n43C— #Ladkiwale Deepika Malaysia FC (@TeamDeepikaMY) November 15, 2018