• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • রণবীর সিং সিনে নেই। এক সঙ্গে কফি খেলেন দীপিকা ও র‍ণবীর কাপুর!

রণবীর সিং সিনে নেই। এক সঙ্গে কফি খেলেন দীপিকা ও র‍ণবীর কাপুর!

photo source collected

photo source collected

 • Share this:

  #মুম্বই: সদ্য বিয়ে করলেন তাঁরা। র‍ণবীর সিং ও দীপিকার সংসার এখন সুখের। না তাঁদের ভালবাসায় অন্য কারও জায়গা নেই। এমনটাই মনে হচ্ছিল সকলের! কিন্তু হটাৎ করে র‍ণবীর কাপুরের সঙ্গে কী করছেন দীপিকা? তাঁদের দুজনকে এক সঙ্গে দেখা গেল কফি খেতে! প্রাক্তন রণবীর কাপুরের সঙ্গে দীপিকার রসায়নের প্রশংসা এখনও ভক্তদের মুখে মুখে ঘোরে। বিশেষ করে রিল লাইফে। কিন্তু তাই বলে এক সঙ্গে কফি ডেটে চলে গেলেন!---

  বিয়ের পর ফের একবার ক্যামেরায় ধরা পড়লেন রণবীর-দীপিকার। সোফায় বসে একসঙ্গে কফি খেতে খেতে গল্প ও হাসি ঠাট্টায় মেতে উঠতে দেখা গেল রণবীর কাপুর ও দীপিকাকে। রণবীর-দীপিকার এই ছবি দেখে অনেকেই চমকে গিয়েছিলেন। অনেকের মনেই প্রশ্ন জেগেছিল ফের কি তবে কফি ডেটে গিয়েছিলেন এই দুই প্রাক্তন প্রেমিক-প্রেমিকা? না সে গুড়ে বালি। তাঁরা এক সঙ্গে কফি খাচ্ছেন ঠিকই। তবে বাস্তবে এক্কেবারেই ডেটে যাননি। বিজ্ঞাপনের জন্য ফের একবার কাছাকাছি হতে হল তাঁদের। তবে যারা দীপিকা ও র‍ণবীর কাপুরের কেমিষ্ট্রিতে এখনও মজে আছেন তাদের প্রাণ ভরে যাবে এ ছবি দেখলে। হাজার হোক পুরনো প্রেম বলে কথা!

  First published: