corona virus btn
corona virus btn
Loading

এ জুটি ভাঙার নয় ! ফের একসঙ্গে দীপিকা, রণবীর কাপুর ?

এ জুটি ভাঙার নয় ! ফের একসঙ্গে দীপিকা, রণবীর কাপুর ?
  • Share this:

#মুম্বই: ছ'বছর চুটিয়ে প্রেম করার পর বলিটাউনের 'পদ্মাবতী'কে নিয়ে সাতপাকে ঘুরেই ফেললেন রণবীর সিং! তবে, দীপিকার কাধে এখনও কিন্তু প্রাক্তন প্রেমিকের ছোঁয়াটা রয়ে গিয়েছে, ওটুকু মোছেনি! জ্বলজ্বল করছে 'আর কে' ওরফে রণবীর কাপুরের নামের ট্যাটু। রিশেপসনের দিনও আমন্ত্রিতদের নজর এড়ায়নি ট্যাটু-টা!

তবে, সে তো ট্যাটু! এবার যে খোদ রণবীর কাপুরই আসছেন দীপিকার কাছে ! বিস্বস্ত সূত্রের খবর, খুব তাড়াতাড়িই একসঙ্গে ছবি করবেন দীপিকা, রণবীর কাপুর। 'প্যার কা পঞ্চনামা'-র পরিচালক লভ রঞ্জনের পরবর্তী সিনেমায় নাকি একসঙ্গে দেখা মিলবে দু'জনের। শুটিং শুরু হবে ২০১৯ সালের মাঝামাঝি থেকে।

বর্তমানে পরিচালক মেঘনা গুলজারের ছবি 'ছাপক'-এর প্রি- প্রোডাকশনের কাজে ব্যস্ত দীপিকা, কয়েকদিনের মধ্যেই শুরু হবে শুটিং। অন্যদিকে পরিচালক আয়ান মুখোপাধ্যায়ের সিনেমা 'ব্রহ্মাস্ত্র'-র শুটিং শেষ করে যশ রাজ ফিল্মসের 'সামসেরা'-র শুটিং শুরু করেছেন রণবীর।

আরও পড়ুন-কীভাবে মৃত্যু শ্রীদেবীর? ভিডিও দেখে পরিচালককে লিগাল নোটিস পাঠালেন বনি কাপুর

First published: January 15, 2019, 5:19 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर