#মুম্বই: কী হয়েছিল ছেলেটার? কেন চোখ ভরা স্বপ্ন আর অপূর্ণ অনেক সাধ নিয়ে এ ভাবে চলে গেল? এই প্রশ্নই যেন থামছে না দেশবাসীর । আর সেখানেই বারবার উঠে আসছে একাধিক কারণ । মানসিক অবসাদে ভুগছিলেন সুশান্ত । এই তত্ত্ব এখন সকলের জানা । কিন্তু সেই গভীর অবসাদের পিছনে কারণ কী? বলিউডের হৃদয়হীনতা, স্বজনপোষণের বাড়বাড়ন্ত, এলিট ক্লাসের উন্নাসিকতা এসবই কী ধীরে ধীরে সুশান্ত সিং রাজপুতকে ঠেলে দিল মৃত্যুর দিকে ? সুশান্তের মৃত্যু স্পষ্টতই দুই ভাগে ভাগ করে দিয়েছে বলিউডকে । একদিকে ইন্ডাস্ট্রিতে নেপোটিজমের ধ্বজা ওড়ানো, সোনার চামচ মুখে নিয়ে জন্মানো তারকাকূল । অন্যদিকে, বলিউডের এই স্বার্থপরতাকে চোখে আঙুল দিয়ে দেখানো বাকিরা । বি-টাউনের এই সর্বনাশা দলবাজিকেই তাঁরা দায়ী করছেন সুশান্তের মৃত্যুর জন্য ।
এই বিতর্কিত সময় ভাইরাল এমন সমস্ত পুরনো ভিডিও ক্লিপিং, যা থেকে পরিষ্কার যে সুশান্ত’কে একঘরে করার চেষ্টা চালিয়েছিল বি-টাউনের তথাকথিত এলিটক্লাস ৷ করণ জোহরের ‘কফি উইথ করণ’-এর মঞ্চে আলিয়া ভাট আর সোনম কাপুরের অবহেলা, অ্যাওয়ার্ড শোয়ে কিং খান আর শাহিদ কাপুরের প্রকাশ্যেই অপমান, করিনা কাপুরের অবজ্ঞা... বারবার প্রকাশ্যে আসছে সুশান্ত’কে নিয়ে বলিপাড়ার অন্দরের তর্জা ৷
Sara Ali Khan first movie was Kedarnath with Sushant look at Kareena Kapoor how she passed a comment on him. Pure bullying pic.twitter.com/O9gkpOpji8
— Wali (@netaji3210) June 15, 2020
#BollywoodBlockedSushant This is how they mocked him. Now writing RIP won't take away ur sins bollytards nepo kids
Wish you had let him live in peace and let him enjoy his life in peace... He wouldn't be resting forever pic.twitter.com/KH22e3DaDF — Dr. Lisa Saxena Sushant (@LisSaxena) June 15, 2020
তবে সে রাস্তায় কখনও পা দেননি বলিউডের ‘মস্তানি’ ৷ দীপিকার একটি ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি ৷ তাতে দেখা যাচ্ছে, সুশান্ত সম্বন্ধে কতটা উচ্চ ধারণা পোষণ করতেন বলিউডের শীর্ষ স্থানীয় এই নায়িকা ৷
View this post on Instagram
দীপিকা বরাবরই থাকেন বিতর্ক থেকে দূরে ৷ পিকু’র নম্র-ভদ্র স্বভাব, সকলের প্রতি বিনম্র আচরণ, সদাহাস্য ব্যবহার সবসময়ই নজর কাড়ে ৷ শুধু তাই নয়, একটি টক শো’তে উঠতি তারকা সুশান্ত সম্বন্ধে তাঁর বক্তব্যও এ বার মন ছুঁয়ে গেল ৷ তাঁকে প্রশ্ন করা হয়েছিল, বলিউডের কোন অভিনেতা’কে তিনি অভিনয়ের দিক থেকে সবার আগে রাখতে চান ৷ কোনও কিছু না ভেবেই দীপস উত্তর দেন, ‘আমার মনে হয় সুশান্ত ৷’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।