হোম /খবর /বিনোদন /
সবাই অবজ্ঞা করেছিল, কিন্তু প্রকাশ্যেই সুশান্ত সম্বন্ধে দীপিকা কী বলেছিলেন দেখুন

সবাই অবজ্ঞা করেছিল, কিন্তু প্রকাশ্যেই সুশান্ত সম্বন্ধে দীপিকা কী বলেছিলেন দেখুন...ভিডিও ভাইরাল

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: কী হয়েছিল ছেলেটার? কেন চোখ ভরা স্বপ্ন আর অপূর্ণ অনেক সাধ নিয়ে এ ভাবে চলে গেল? এই প্রশ্নই যেন থামছে না দেশবাসীর । আর সেখানেই বারবার উঠে আসছে একাধিক কারণ । মানসিক অবসাদে ভুগছিলেন সুশান্ত । এই তত্ত্ব এখন সকলের জানা । কিন্তু সেই গভীর অবসাদের পিছনে কারণ কী? বলিউডের হৃদয়হীনতা, স্বজনপোষণের বাড়বাড়ন্ত, এলিট ক্লাসের উন্নাসিকতা এসবই কী ধীরে ধীরে সুশান্ত সিং রাজপুতকে ঠেলে দিল মৃত্যুর দিকে ? সুশান্তের মৃত্যু স্পষ্টতই দুই ভাগে ভাগ করে দিয়েছে বলিউডকে । একদিকে ইন্ডাস্ট্রিতে নেপোটিজমের ধ্বজা ওড়ানো, সোনার চামচ মুখে নিয়ে জন্মানো তারকাকূল । অন্যদিকে, বলিউডের এই স্বার্থপরতাকে চোখে আঙুল দিয়ে দেখানো বাকিরা । বি-টাউনের এই সর্বনাশা দলবাজিকেই তাঁরা দায়ী করছেন সুশান্তের মৃত্যুর জন্য ।

এই বিতর্কিত সময় ভাইরাল এমন সমস্ত পুরনো ভিডিও ক্লিপিং, যা থেকে পরিষ্কার যে সুশান্ত’কে একঘরে করার চেষ্টা চালিয়েছিল বি-টাউনের তথাকথিত এলিটক্লাস ৷ করণ জোহরের ‘কফি উইথ করণ’-এর মঞ্চে আলিয়া ভাট আর সোনম কাপুরের অবহেলা, অ্যাওয়ার্ড শোয়ে কিং খান আর শাহিদ কাপুরের প্রকাশ্যেই অপমান, করিনা কাপুরের অবজ্ঞা... বারবার প্রকাশ্যে আসছে সুশান্ত’কে নিয়ে বলিপাড়ার অন্দরের তর্জা ৷

তবে সে রাস্তায় কখনও পা দেননি বলিউডের ‘মস্তানি’ ৷ দীপিকার একটি ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি ৷ তাতে দেখা যাচ্ছে, সুশান্ত সম্বন্ধে কতটা উচ্চ ধারণা পোষণ করতেন বলিউডের শীর্ষ স্থানীয় এই নায়িকা ৷

 
View this post on Instagram
 

Deepika about Sushant

A post shared by Filmygyan Videos (@filmygyanvideos) on

দীপিকা বরাবরই থাকেন বিতর্ক থেকে দূরে ৷ পিকু’র নম্র-ভদ্র স্বভাব, সকলের প্রতি বিনম্র আচরণ, সদাহাস্য ব্যবহার সবসময়ই নজর কাড়ে ৷ শুধু তাই নয়, একটি টক শো’তে উঠতি তারকা সুশান্ত সম্বন্ধে তাঁর বক্তব্যও এ বার মন ছুঁয়ে গেল ৷ তাঁকে প্রশ্ন করা হয়েছিল, বলিউডের কোন অভিনেতা’কে তিনি অভিনয়ের দিক থেকে সবার আগে রাখতে চান ৷ কোনও কিছু না ভেবেই দীপস উত্তর দেন, ‘আমার মনে হয় সুশান্ত ৷’

Published by:Simli Raha
First published:

Tags: Deepika Padokone, Sushant singh Rajput