#মুম্বই: সারা দেশ জুড়ে চলছে লকডাউন। লকডাউনে গৃহবন্দি হয়ে রয়েছেন রণবীর সিং ও দীপিকাও। কিন্তু তাঁরা গৃহবন্দি অবস্থায় করছেন টা কি ! সেভাবে কোনও ভিডিও পোস্টও করছেন না। অন্যদিকে বলিউডের বাকি সেলেবরা কমবেশি কিন্তু নিজেদের কথা শেয়ার করছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়।
কয়েকদিন আগে দীপিকা যদিও ইরফান খানকে নিয়ে 'পিকু'র একটি ভিডিও পোস্ট করেছিলেন। ইরফানের চলে যাওয়ায় শোকাহত ছিলেন দীপিকা।
তবে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। লকডাউনের জন্য বন্ধ পার্লার। তাই রণবীরের গোঁফ কেটে সাফ করলেন দীপিকা নিজেই। রণবীরের গোঁফে এক মজার ঝুলপি ছিল। যা কাঁচি দিয়ে কেটে দিলেন দীপিকা। যদিও ভিডিওটি কয়েকদিন আগের। তবে লকডাউনের বাজারে এই ভিডিও একেবারে জমে দই।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Deepika padukone, Ranveer Singh, Viral Video