হোম /খবর /বিনোদন /
#DDLJ25: কাজলের এত ছোট স্কার্টের পিছনে অনেক বড় কারণ!

#DDLJ25: কাজলের এত ছোট স্কার্টের পিছনে অনেক বড় কারণ! বৃষ্টি ভেজা দৃশ্য অথবা তোয়ালে পরে নাচ

দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে ছবির দৃশ্যে ছোট স্কার্ট পরে কাজ ৷

দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে ছবির দৃশ্যে ছোট স্কার্ট পরে কাজ ৷

ছবির প্রতিটি দৃশ্য আজও মনে আছে সকল দর্শকের

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: বলিউডের অনতম ব্লকবাস্টার ছবি 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে' মুক্তি পেয়েছিল আজ থেকে ২৫ বছর আগে ৷ ঠিক এই কারণেই ট্যুইটার জুড়েই শুধু ডিডিএলজে ৷ সব থেকে বড় বিষয় এই ছবির জন্য আদিত্য চোপড়া সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছেন ৷ আদিত্য চোপড়া এই কারণেই সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন ৷

হিন্দি ছবির ইতিহাসে এই ছবিটি বাদ দিলে এমন কোন ছবি নেই যে ২৫ বছর ধরে সিনেমা হলে দেখানো হচ্ছে ৷ ছবির গল্প ও সঙ্গীতের জন্যও সবাই আদিত্য চোপড়াকে ধন্যবাদ জানাচ্ছেন ৷ কাজল-শাহরুখের এই ছবি বক্স অফিসে এক দুর্দান্ত প্রভাব ফেলেছে ৷ এই ছবি সারা দেশবাসীর মন জয় করেছিল, আজও সবার মনের মন্দিরে ৷ রাজ-সিমরনের প্রেম কাহিনি ভালবাসার মানুষের মধ্যে এক নতুন দিগন্ত এনে দিয়েছিল ৷ ২৫ বছর পরে আজও এই ছবির গল্প সবার কাছে অত্যন্ত নতুন বলে মনে হয় ৷ আসলে এই ছবির একটি গান 'মেরে খোয়াবো যো আয়ে' গানের একটি দৃশ্যে কাজল সাদা রঙের একটি ছোট স্কার্ট পরে বৃষ্টিতে ভিজে নাচছিলেন ৷ কিন্তু গানের শ্যুটের আগে স্কার্টের দৈর্ঘ্য এত ছোট ছিলনা ৷ সূত্রের খবর গানের শ্যুট করতে কাজল পৌঁছানোর সময়ে স্কার্টের দৈর্ঘ্য একটু বড় ছিল ৷

কিন্তু আদিত্য চোপড়ার সেই স্কার্টের দৈর্ঘ্য পছন্দ হয়নি ৷ এরপরে ফ্যাশান ডিজাইনার মনীশ মালহোত্রাকে স্কার্ট কেটে একটু ছোট করতে হয়েছিল ৷ মনীষ মালহোত্রা স্কার্টটি অত্যন্ত ছোট করে দিয়েছিলেন ৷ ফলত বাধ্য হয়েই কাজলকে ছোট স্কার্ট পরে নাচতে হয়েছিল ৷ এই গানেরই একটি দৃশ্য কাজল তোয়ালে পরে নেচেছিলেন তিনি প্রথমে নাচতে চাননি ৷ পরে আদিত্য চোপড়া বোঝানোয় কাজল ছোট স্কার্ট পরে নেচেছিলেন ৷

Published by:Arjun Neogi
First published:

Tags: Dilwale Dulhaniya Le Jayenge