#Coronavirus: এবার নয়া চ্যালেঞ্জ নিলেন দীপিকা,সোশ্যাল মিডিয়া পোস্ট করলেন ভিডিও

#Coronavirus: এবার নয়া চ্যালেঞ্জ নিলেন দীপিকা,সোশ্যাল মিডিয়া পোস্ট করলেন ভিডিও

দীপিকার চ্যালেঞ্জে মজে সকলে

  • Share this:

মুম্বই : করোনা ভাইরাসের জেরে সারা পৃথিবী জুড়ে আতঙ্ক চরমে ৷ চিন, ইউরোপ, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ভারত দাপিয়ে বেড়াচ্ছে নয়া ভাইরাস ৷ পরিস্থিতি আয়ত্তে আনতে বিশ্বের বিভিন্ন দেশ বিভিন্নভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ তবে ত্রাস ছড়াতে আর গুজবে কান না দিতে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে ৷

এছাড়াও জানানো হয়েছে নিজেদের স্বাস্থ্য সচেতনতাও একটা বড় অংশ করোনাভাইরসের মোকাবিলা করার জন্য ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO বারংবার জোর দিচ্ছে হাত সঠিকভাবে পরিষ্কার করার ওপর ৷ তাদের ডিরেক্টর জেনারেলের সেফ হ্যান্ড চ্যালেঞ্জ নিলেন বলিউডের দাপুটে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ৷ নিজের হাত ধোওয়ার ভিডিও পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায় ৷ বলি ডিভা দেখিয়ে দিলেন ঠিক কীভাবে হাত ধুলে তবেই সেটা প্রকৃত অর্থে জীবাণুদের ধ্বংস করতে পারে ৷

দেখে নিন সেই ভিডিও

দীপিকার ভিডিওতে দেখা যাচ্ছে কীভাবে একটি পিছনে অনেক পুরনো গান বাজছে ৷ মুখে N95 মাস্ক পরে তিনি হাত ধুচ্ছেন ৷ নিজের ভিডিওতে তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন রজার ফেডেরার, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, বিরাট কোহলিকে ৷ দীপিকার এই কাজের প্রশংসায় নেটিজেনরা ৷

কারণ সাধারণ মানুষ তারকাদের নিজেদের আইডল মনে করে ৷ সেখানে দীপিকা যেভাবে সমাজ সচেতনতা দেখিয়েছেন তা নিয়ে খুশি সকলেই ৷ এর জেরে সাধারণও মানুষ নিজেদের হাত সঠিকভাবে পরিষ্কার করতে উদ্যত হবে এমনটাই মনে করছেন অনেকেই ৷ আর এটাই করোনা ভাইরাস রোধে প্রকৃত হাতিয়ার ৷

 
First published: March 18, 2020, 7:46 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर