Home /News /entertainment /
COVID19 India: কাল হল করোনা, আবার ছবি ও সিরিয়ালের শ্যুটিং-র উপর প্রভাব বলিউডে

COVID19 India: কাল হল করোনা, আবার ছবি ও সিরিয়ালের শ্যুটিং-র উপর প্রভাব বলিউডে

Bollywood shooting gets COVID19 guideline

Bollywood shooting gets COVID19 guideline

মুম্বইয়ে সপ্তাহান্তে লকডাউন এবং নাইট কার্ফুর কারণে চলচ্চিত্র ও টিভি সিরিয়ালের শ্যুটিং প্রভাবিত হচ্ছে। ছবি মুক্তিতেও সমস্যা তৈরি হচ্ছে এর ফলে৷

 • Share this:

  #মুম্বই: মহারাষ্ট্রে ব্যাপাক আকার নিচ্ছে করোনাভাইরাস (coronavirus)৷ ফলে সব রকম সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে সরকার৷ এবার ছবির শ্যুটিং (Cinema serial shooting)এবং সিনেমা সংক্রান্ত বিষয়ে করোনার প্রভাব নিয়ে আলোচনার জন্য প্রযোজক ও পরিচালকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে৷ এমন পরিস্থিতিতে বেশ কিছু নতুন গাইডলাইন মানার কথা উঠে এসেছে৷ ইতিমধ্যেই প্রথমসারির একাধিক অভিনেতা-অভিনেত্রী (Bollywood actors corona affected) করোনা আক্রান্ত৷ বহু কলাকুশলীও করোনার শিকার হয়েছে৷ ফলে রাম সেতু (Ram Setu-Akshay Kumar), গঙ্গুবাই কাথিয়াওয়াড় (Alia Bhatt Corona), মিস্টার লিলির মতো ছবির শ্যুট থামিয়ে দিতে হয়েছে৷ ফলে আগামিদিনে দেশের অন্যতম বড় ফিল্ম ইন্ডাস্ট্রির দিশা কী হবে তা নিয়ে চলছে আলোচনা৷ দা ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লইজ-এর (The Federation of Western India Cine Employees) পক্ষ থেকে একটি মনিটারিং সেল তৈরি করা হয়েছে৷ এরা মূলত শ্যুটিং-এর সময় নজরদারির (Bollywood COVID19 Protocol) কাজ চালাবে৷ সবক্ষেত্রে শ্যুটিং বন্ধ করলে আর্থিক অনটনের মুখে পড়তে হবে বলিউডকে৷ যার পথে এখনই হাঁটতে চাইছেন না প্রযোজক, পরিচালকরা৷ তাই নজরদারি বাড়ানোর কথা ভাবা হচ্ছে, সঙ্গে ভিড় কমাতে তৎপর হচ্ছে সব প্রযোজনা সংস্থা৷

  মুম্বইয়ে (Mumbai Weekend lockdown) সপ্তাহান্তে লকডাউন এবং নাইট কার্ফুর (Night Curfew) কারণে চলচ্চিত্র ও টিভি সিরিয়ালের শ্যুটিং প্রভাবিত হচ্ছে। ছবি মুক্তিতেও সমস্যা তৈরি হচ্ছে এর ফলে৷

  আরও পড়ুন সর্বনাশা করোনা, আবার মন্দার আশঙ্কা ফিল্ম ইন্ডাস্ট্রির? বন্ধ বহু ছবি মুক্তি

  বলিউডের ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এ এমপ্লয়িজস (FWICE) চলচ্চিত্র, টিভি সিরিয়াল এবং ওয়েব সিরিজগুলির শ্যুটিংয়ের বিষয়ে একটি নতুন গাইডলাইন জারি করেছে, যেগুলি তাদের কঠোরভাবে প্রয়োগ করতে হবে বলেই জানানো হয়েছে। এই নতুন নির্দেশিকা অনুসারে:

  -প্রচুর সংখ্যক নাচের গানের অনুমতি দেওয়া হবে না।

  - শ্যুটিং সেটে উপস্থিত সকলের মাস্ক পরা বাধ্যতামূলক হবে।

  - সেটে নজরদারি এবং গাইডলাইন সঠিকভাবে মানতে একটি মনিটরিং দল গঠন করেছে।

  - নির্দেশিকা লঙ্ঘন করা হলে কোনও ব্যক্তি বা প্রযোজনা ইউনিটকে এফডব্লিউআইএস শাস্তি দেবে।

  আরও পড়ুন COVID19 India: করোনার জের, দেশের কোন কোন শহরে নাইট কার্ফু বা লকডাউন? জানুন

  FWICE পক্ষে থেকে বি.এন.তিওয়ারি বলেন, "করোনার কারণে ইন্ডাস্ট্রির পক্ষ থেকে ইতিমধ্যে সব ধরণের পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে রাজ্য সরকারের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা এই অতিরিক্ত পদক্ষেপ নিয়েছি।" তিনি আরও বলেন, "রাজ্য সরকারের নির্দেশনা অনুসারে, শুক্রবার রাত ৮টা থেকে সোমবার সকাল সাড়ে ৭ পর্যন্ত লকডাউন থাকবে৷ এই সময়ে কোনও শ্যুটিং করা হবে না। এই সময়ের প্রি ও পোস্ট প্রোডাকশনের কোনও কাজেরও অনুমতি দেওয়া হবে না৷"

  Published by:Pooja Basu
  First published:

  Tags: Coronavirus, COVID19

  পরবর্তী খবর