#বেঙ্গালুরু: মাত্র ২৭ বছরেই কিডনি ফেলিওর । শোনা যাচ্ছে, অতিরিক্ত ডায়েট করতে গিয়েই এমন অকস্মাৎ মৃত্যু হয়েছে বাঙালি অভিনেত্রী মিষ্টি মুখোপাধ্যায়ের । জানা গিয়েছে, নিজের চেহারাকে ধরে রাখতে কঠিন ডায়েটের মধ্যে নিজেকে বেঁধে ফেলেছিলেন অভিনেত্রী ৷ করতেন কিটো ডায়েট ৷ আর তা থেকেই দিন দিন শরীর খারাপ হতে থাকে ৷ বহুদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন মিষ্টি ৷ চলছিল চিকিৎসাও ৷ তবে সব চেষ্টা বিফল করে চলে গেলেন অভিনেত্রী ৷ বাংলা সিনেমার পাশাপাশি অন্যভাষার ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে ৷ ‘ম্যায় কৃষ্ণা হু’, ‘লাইফ কি তো লগ গয়ি’র মতো ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল ৷ বহু ছবিতে আইটেম ডান্সেও দেখা যায় তাঁকে ৷ একাধিক মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি ৷
গত শুক্রবার বেঙ্গালুরুতে কিডনি বিকল হয়ে মারা যান মিষ্টি । এক সময় একাধিক বিতর্কে জড়িয়েছিলেন এই অভিনেত্রী । অভিযোগ উঠেছিল, তিনি পর্ন সিডি মজুত, সরবরাহ ও বিক্রির সঙ্গে যুক্ত । তাঁর বাড়ি সার্চ করে প্রচুর পরিমাণে নীল ছবির সিডি, ড্রাইভ উদ্ধার করেছিল পুলিশ । এই অভিযোগে তাঁর বাবা ও ভাইকে গ্রেফতারও করা হয়েছিল । তবে পরে তাঁরা জামিন পেয়ে যান ।
তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছিলেন মিষ্টি । তিনি জানিয়েছিলেন, তাঁর বাড়ির পরিচারিকারা তাঁদের ফাঁসাচ্ছে । গোয়া এসে ফিরে এসে তাঁরা দেখেন বাড়িতে সব জিনিসপত্র ছড়ানো । ১ লাখ টাকার জিনিস গায়েব হয়ে গিয়েছে । সিসিটিভি ফুটেজে কোনও রেকর্ড নেই । তবে পরিচারিকাদের জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরাও সবটা অস্বীকার করেছিলেন ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Misti Mukherjee