• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • BOLLYWOOD CONTROVERSIAL LADY RAKHI SAWANT HONEYMOON PHOTOS ARE VIRAL INTO INSTAGRAM AN

সিঁথিতে সিঁদুর, হাতে সুহাগ চূড়া, মধুচন্দ্রিমা ! হোটেলের ঘরে একা সুপারহট রাখী সাওয়ান্ত

রাখী সাওয়ান্ত, ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷

দুর্দান্ত বেশে রাখী সাওয়ান্ত

 • Share this:

  #মুম্বই: ফের শিরোনামে বলিউডের কনট্রোভার্সি গার্ল রাখী সাওয়ান্ত ৷ হোটের কামরায় রাখী সাওয়ান্তের ছবি নিমেষেই ভাইরাল হয়েছে ৷ নতুন বউয়ের লুকে রাখী ৷ এই কারণেই তাঁর সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে এই ছবি আসলে রাখী সাওয়ান্তের মধুচন্দ্রিমার ছবি ৷

  রাখী সাওয়ান্ত, ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷  রাখী সাওয়ান্ত, ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷

  কোনও ছবিতে চোখে জল তো কোনও ছবিতে বিছানায় খোশ মেজাজে বিভিন্ন পোজ দিচ্ছেন রাখী সাওয়ান্ত ৷ রাখী সাওয়ান্তের তবে প্রশ্ন উঠছে রাখীর স্বামী কোথায় ? এই নিয়েই ৷ রাখী বিয়ে করেছেন এবং হানিমুনে গিয়েছেন এই নিয়ে মিডিয়ার কোনও খবর নেই ? হতেই পারে এটা রাখী অন্য কোনও পাবলিসিটি স্টান্ট ৷ এর আগেও অনেকবারই প্রচারের আলোয় এসেছেন তিনি ৷

  রাখী সাওয়ান্ত, ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷   রাখী সাওয়ান্ত, ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷

  আগে রাখী দীপক কলালের সঙ্গে বিয়ের ঘোষণা করেছিলেন ৷ পরে জানাতে পারা গিয়েছে সেটি আসলে সত্যি নয় ৷ বর্তমানে এক এনআরআইকে বিয়ে করেছেন রাখী এমন খবরেই সরগরম সোশ্যাল মিডিয়ায় ৷ পরে দীপক রাখী সম্বন্ধে অনেক খারাপ কথা বলেছিলেন ৷

  First published: