• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • কোন ফ্লেভারের কন্ডোম পছন্দ রণবীর-দীপিকার ?

কোন ফ্লেভারের কন্ডোম পছন্দ রণবীর-দীপিকার ?

ছবি: ইউটিউবের সৌজন্যে ৷

ছবি: ইউটিউবের সৌজন্যে ৷

 • Share this:

  #মুম্বই: আর তাঁরা প্রেমিক-প্রেমিকা নন ৷ হবু স্বামী-স্ত্রীও বলা যাবে না ৷ Now it's official ৷ রণবীর সিং আর দীপিকা পাড়ুকোন এখন বিবাহিত ৷ যদিও তাঁদের বিয়ের পর্ব শেষ হয়নি এখনও ৷ ১৪ তারিখ ছিল সঙ্গীত ও মেহেন্দি ৷ ১৪ নভেম্বর কোঙ্কনি রীতিতে বিয়ে হয়েছে নায়ক-নায়িকার ৷ আজ সিন্ধি রীতিতে শুরু হয়েছে বিয়ের আচার-অনুষ্ঠান ৷ গত ৬ বছরের সম্পর্ক শেষ পর্যন্ত পরিণতি পেল ৷ দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে মুধরেণ সমাপয়েৎ ৷ ইতালির লেক কোমোতে বসেছে সেই বিগ ফ্যাট ওয়েডিং-এর আসর ৷ গুটি কয়েক বলিউড তারকা, বন্ধ‌ু-বান্ধব আর ঘনিষ্ঠ আত্মীয়রা উপস্থিত হয়েছেন দীপবীরের বিয়েতে ৷ তবে এ সব কিছুর মধ্যেও চলছে দুষ্টু হাসি মশকরার পালা ৷ আর বিয়ের আসরে একটু চটুল আলোচনা না হলে কী আর জমে ? দীপিকা-রণবীরের বিয়েতেও এই আলোচনা বাদ গেল না ৷ দু’টি কন্ডোম কোম্পানির তরফে শুভেচ্ছা জানানো হল নবদম্পতিকে ৷ সঙ্গে লেখা হল রসালো ক্যাপশন ৷ ইতিমধ্যেই যা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷

  First published: