#মুম্বই: এ বার NCB-র তল্লাশি জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিংয়ের বাড়িতে । ভারতী ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়ার বিরুদ্ধে নিষিদ্ধ মাদক রাখার মারাত্মক অভিযোগ রয়েছে বলে সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে ।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে নেমে এর আগে একাধিকবার নিষিদ্ধ মাদক চক্রের সঙ্গে বলিউডের ঘিষ্ঠ সূত্র খুঁজে পেয়েছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB) । সুশান্তের তৎকালীন বান্ধবী রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই শৌভিক চক্রবর্তীকে জেলও খাটতে হয়েছে । তাঁদের জেরা করে পাওয়া তথ্য থেকে পরিষ্কার যে বলিউডের একাধিক তারকার সঙ্গে ড্রাগের ঘনিষ্ঠতা রয়েছে ।
এরপরেই জেরায় ডাক পড়ে বি-টাউনের তিন প্রথম সারির নায়িকার । দীপিকা পাড়ুকোন, সারা আলি খান ও শ্রদ্ধা কাপুর । তালিকা এখানেই শেষ নয় । অর্জুন রামপাল ও তাঁর বান্ধবী গ্যাব্রিয়েলা ডিমেট্রিয়াডসেরও ডাক পড়েছিল ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bharti Singh, Drugs, NCB