#মুম্বই: দাবাং (Dabangg) সিনেমাটি বলিউড সুপারস্টার সলমান খান (Salman Khan) অভিনীত একটি অন্যতম সফল প্রকল্প। যা একসময় বক্স অফিসে ঝড় তুলেছিল। দাবাং- এ পুলিশের চরিত্রে দেখা যায় চুলবুল পাণ্ডেকে (Chulbul Pandey)। যে চরিত্রে অভিনয় করেছেন সলমান খান। যা আজও দর্শকদের হৃদয় কাঁপানোর ক্ষমতা রাখে। আর সম্প্রতি সেই জনপ্রিয়তার কথা মাথায় রেখে দাবাং-এর অ্যানিমেটেড সংস্করণ তৈরি করা হয়েছে।
রবিবার Twitter-এ এই তথ্য নিজেই জানিয়েছেন সলমন। এছাড়াও সেখানে অ্যানিমেটেড সংস্করণটির একটি প্রোমো ভিডিও শেয়ার করেছেন। অ্যানিমেটেড সিরিজটি এখন ডিজনি হটস্টার ভিআইপিতে (Disney+ Hotstar VIP) প্রচারিত হচ্ছে। বলিউডের সুপারহিট সিনেমাগুলির মধ্যে একটি হল দাবাং আর তার নায়ক চুলবুল পাণ্ডের জীবনের উপর ভিত্তি করে এই অ্যাকশন-কমেডি সিরিজটি তৈরি হয়েছে। চুলবুল পাণ্ডের ছোট ভাই মাকখি (Makkhi), ছবিতে আরবাজ খান (Arbaaz Khan) যে চরিত্রে অভিনয় করেছেন এবং সোনাক্ষী সিনহার (Sonakshi Sinha) চরিত্র রাজ্জো (Rajjo) এই সিরিজটিতে তাঁদের অ্যানিমেটেড সংস্করণ পেয়েছেন।
View this post on Instagram
অন্য দিকে অভিনেতা হিসাবে চুলবুল পাণ্ডের জনপ্রিয়তার কথা বলতে গিয়ে সলমান বলেন, 'চুলবুল পাণ্ডে আমার জন্য বিশেষ একটি চরিত্র, দর্শকরা যে ভালোবাসা এতে দেখিয়েছেন তা জীবনের চেয়েও বড় এবং কোনও সুপারহিরোর থেকে কম নয়। এটি আমাকে সুপারহিরোর মতো মনে করায় না, কিন্তু এটি অবশ্যই একটি চরিত্রটিকে তৈরি করেছে এবং এটি উত্তেজনাময় যে মানুষ এখন স্ট্রিমিং প্ল্যাটফর্মে তাকে দেখতে পাবে।'
অভিনেতা আশা করেন যে তাঁর চুলবুল পাণ্ডের চরিত্রের ভালো গুণগুলি তরুণ দর্শকদের উপর আলোকপাত করবে। চুলবুলের একটি অনন্য ব্যক্তিত্ব রয়েছে যা দর্শকদের সঙ্গে সহজেই একাত্ম হতে পারে বলেও তিনি জানান। আর এটিই চরিত্রটিকে আরও আকর্ষণীয় করে তোলে। চুলবুল পাণ্ডে একজন সাধারণ মানুষ কিন্তু অসাধারণ কাজ করেছেন। ফলে কচিকাঁচারাও এই সিরিজটি পছন্দ করবে বলেও সলমান আশাবাদী। বাবা-মার সঙ্গে একসঙ্গে বাচ্চারা দেখতে পারবে এমন একটি সিরিজের অংশ হতে পেরে তিনি আনন্দিত বলেও জানান। সলমান আরও বলেন 'আমি এখন বাচ্চাদের অ্যানিমেটেড অবতারে চুলবুল পাণ্ডে দেখার অপেক্ষায় রয়েছ - এটি আরও অনেক কিছুর উদাহরণ সৃষ্টি করবে। বাচ্চারা এবং বড়রা একসঙ্গে দেখতে পারে এমন একটি সিরিজের অংশ হতে পেতে আনন্দিত আমি। চুলবুল মন জয় করতে চলেছে। সামনে অপেক্ষা করার মতো অনেক কিছুই আছে ভালো সময়ের পাশাপাশি।'
এই কঠিন অতিমারীর পরিস্থিতিতে অ্যানিমেটেড সিরিজটি বাচ্চাদের আনন্দ দিতে পারবে বলে সলমান খানের অনুগামীরাও আশাবাদী।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Chulbul pandey, Salman Khan