Home /News /entertainment /
সুশান্তের মৃত্যুর তদন্ত কতদূর? অবশেষে জানান দিল সিবিআই

সুশান্তের মৃত্যুর তদন্ত কতদূর? অবশেষে জানান দিল সিবিআই

• একটি জাতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সুশান্তের বন্ধু দাবি করেছেন, একটি নয়, পরপর দুটি খুন করা হয়েছে। সেই কারণে তিনি দিশার প্রাক্তন প্রেমিক রোহন রাইকে গ্রেফতার করতে বলেন। তিনি বলেন, রোহনকে গ্রেফতার করলেই পুরো বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। সবার আগে রোহনের নার্কো টেস্ট করা উচিত।

• একটি জাতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সুশান্তের বন্ধু দাবি করেছেন, একটি নয়, পরপর দুটি খুন করা হয়েছে। সেই কারণে তিনি দিশার প্রাক্তন প্রেমিক রোহন রাইকে গ্রেফতার করতে বলেন। তিনি বলেন, রোহনকে গ্রেফতার করলেই পুরো বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। সবার আগে রোহনের নার্কো টেস্ট করা উচিত।

দীর্ঘ ১৪৫ দিন পর সুশান্তের মৃত্যু তদন্ত সম্পর্কে মুখ খুলল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত ভার সিবিআই নিয়েছিল ঠিক ১৪৫ দিন আগে। তবে এখনও পর্যন্ত এই তদন্তের কোনও সমাধানে পৌঁছতে পারেনি সিবিআই। দীর্ঘ ১৪৫ দিন পর সুশান্তের মৃত্যু তদন্ত সম্পর্কে মুখ খুলল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সিবিআই জানিয়েছে, তারা গুরুত্ব দিয়েই তদন্তটি করছে এবং ঘটনাটি সবরকমের দিক থেকে খতিয়ে দেখছে। ঘটনার সঙ্গে জড়িত কোনও বিষয়ই ছেড়ে দেওয়া হচ্ছে না।

সুশান্তের মৃত্যুর পরে মুম্বই পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা বলে দাবি করলেও অভিনেতার ভক্তরা দাবি করেন, এটি খুন। এরপরেই তাঁরা সিবিআই তদন্তের দাবিতে সরব হন। প্রয়াত অভিনেতার পরিবারও একই দাবি করেন। কিন্তু সিবিআই ঘটনার তদন্ত ভার নেওয়ার পরেও কোনও সুরাহা হয়নি।

বরং অক্টোবর মাসে এইমস-এর চিকিৎসকরা সিবিআইকে জানান, সুশান্ত আত্মঘাতীই হয়েছেন। খুনের খুনের কোনও চিহ্ন পাওয়া যায়নি। সুশান্তকে বিষক্রিয়া করে বা ঝুলিয়ে দিয়ে খুন করা হয়নি, এই বিষয়টিও স্পষ্ট করে দেন তাঁরা।

বিজেপি সাংসদ সম্প্রতি প্রধানমন্ত্রীর অফিসে চিঠি লিখে সুশান্তের মৃত্যু তদন্ত কতদূর এগিয়েছে সে বিষয়ে জানতে চান। সেই চিঠিই সিবিআইয়ের কাছে পাঠানো হয় পিএমও থেকে।

সিবিআই তার উত্তরে জানায়, সিবিআই ঘটনাটির পুঙ্খানুপুঙ্খ ও পেশাদার ভাবে তদন্ত করছে বৈজ্ঞানিক প্রযুক্তির মাধ্যমে। এই তদন্তের সময়ে প্রতিটি বিষয় খতিয়ে দেখা হচ্ছে এবং কোনও বিষয় এড়িয়ে যাওয়া হচ্ছে না।

প্রসঙ্গত, ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ। এই ঘটনায় বলিউডের মাদকযোগ বড় আকার নেয়। এনসিবি গ্রেফতার করে সুশান্তের বান্ধবী অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে। পরে তিনি যদিও জেল থেকে ছাড়া পান। সিবিআই ছাড়াও এই ঘটনার তদন্ত করছে ইডি ও এনসিবি।

Published by:Swaralipi Dasgupta
First published:

Tags: CBI, Sushant singh Rajput