Home /News /entertainment /
‘ভারত’-এর জন্য কত টাকা নিচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া ?

‘ভারত’-এর জন্য কত টাকা নিচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া ?

শীর্ষ স্থানে নাম লেখালেন প্রিয়াঙ্কাও ৷ ছবি: ট্যুইটারের সৌজন্যে ৷

শীর্ষ স্থানে নাম লেখালেন প্রিয়াঙ্কাও ৷ ছবি: ট্যুইটারের সৌজন্যে ৷

বিদেশ বিভুঁইয়ে ১০ বছরের ছোট বয়ফ্রেন্ডের সঙ্গে ভাল মন মজেছে পিগি চপসের ৷ অন্তত তাঁদের সাম্প্রতিক ডেটিং সেই প্রমাণই দিচ্ছে ৷ কিন্তু তা বলে দেশকে ভোলেননি প্রিয়াঙ্কা ৷

 • Share this:

  #মুম্বই: বিদেশ বিভুঁইয়ে ১০ বছরের ছোট বয়ফ্রেন্ডের সঙ্গে ভাল মন মজেছে পিগি চপসের ৷ অন্তত তাঁদের সাম্প্রতিক ডেটিং সেই প্রমাণই দিচ্ছে ৷ কিন্তু তা বলে দেশকে ভোলেননি প্রিয়াঙ্কা ৷ এক পা বাড়িয়েই রয়েছেন বলি-টাউনের দিকে ৷ এখন শুধু শুটিং শুরু হওয়ার অপেক্ষা ৷ সলমন খানের ‘ভারত’-এ প্রিয়ঙ্কার কাজ করার বিষয়ে আর কোনও সন্দেহ নেই ৷ এখন ফিতে কাটার দিন গুনছে গোটা ‘ভারত’ টিম ৷ এই ছবির গল্প নাকি এতটাই আকর্ষণীয় যে প্রিয়ঙ্কা নিজেই এই চরিত্র করার জন্য মুখিয়ে রয়েছেন ৷ ‘কোয়ান্টিকো’ শেষ হওয়ার পর হলিউডে আর নতুন কোনও কাজও হাতে নেননি ‘বাজিরাও...’ তারকা ৷ শীঘ্রই দেশে ফিরে নাকি নতুন ছবির কাজে হাত দেবেন প্রিয়ঙ্কা ৷ কিন্তু যে ছবির জন্য এক কিছু সেই ছবি থেকে কত টাকা পারিশ্রমিক নেবেন দেশি গার্ল ? শোনা যাচ্ছে, ‘ভারত’-এর জন্য নাকি ১৪ কোটি টাকা চেয়েছিলেন প্রিয়াঙ্কা ৷ তবে টাকার অঙ্ক নিয়ে দর কষাকষি চলছিল প্রডাকশন টিমের সঙ্গে ৷ শেষ পর্যন্ত নাকি ১২ কোটি টাকায় রফা হয়েছে ৷

  আরও পড়ুন: সব করব তোমার সঙ্গেই ! ইনস্টাগ্রামে রাজকে জানালেন শুভশ্রী

  ‘বাজিরাও মস্তানি’র সেটে দুই সুন্দরী ৷ ছবি: ট্যুইটারের সৌজন্যে ৷ ‘বাজিরাও মস্তানি’র সেটে দুই সুন্দরী ৷ ছবি: ট্যুইটারের সৌজন্যে ৷

  যদি সত্যিই এই ছবিতে প্রিয়ঙ্কা ১২ কোটি টাকা পান, তাহলে দীপিকার আসন ছুঁয়ে ফেলবেন তিনি ৷ এতদিন বলি ইন্ডাস্ট্রিতে দীপিকাই ছিলেন সর্বোচ্চ পারিশ্রমিকের নায়িকা ৷ ‘পদ্মাবত’-এর জন্য ১২ কোটি টাকা তিনি পেয়েছিলেন তিনি ৷ তবে সম্ভবত এবার কাশীবাঈয়ের সঙ্গে শীর্ষ স্থান ভাগ করে নিতে হবে মস্তানিকে ৷

  আরও পড়ুন:বিকিনি পরে ভিডিও শ্যুট করলেন ইলিয়ানা, শোরগোল সোশ্যাল মিডিয়ায়

  First published:

  Tags: Bharat, Deepika padukone, Priyanka Chopra, Remuneration

  পরবর্তী খবর