corona virus btn
corona virus btn
Loading

কপিল দেবের স্ত্রী হবেন ক্যাটরিনা কাইফ !

কপিল দেবের স্ত্রী হবেন ক্যাটরিনা কাইফ !
Katrina Kaif-Ranveer Singh

হ্যাঁ, সব ঠিকঠাক চললে এরকমটিই হতে চলেছে ৷ অন্তত কবীর খান নাকি এরকমই চাইছেন ৷ কারণ ক্যাটরিনা কাইফ হলেন কবীর খানের প্রিয় নায়িকা !

  • Share this:

#মুম্বই: হ্যাঁ, সব ঠিকঠাক চললে এরকমটিই হতে চলেছে ৷ অন্তত কবীর খান নাকি এরকমই চাইছেন ৷ কারণ ক্যাটরিনা কাইফ হলেন কবীর খানের প্রিয় নায়িকা !

গপ্পোটা হল, বলিউডে তুমুল গুঞ্জন ৷ কবীর খান তৈরি করতে চলেছেন কপিল দেবের বায়োপিক ৷ আর এই বায়োপিকেই কপিল দেবের স্ত্রী রোমি দেবীর চরিত্রে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে৷ তবে গুঞ্জনে রয়েছে ক্যাটই নয়, দীপিকা পাড়ুকোনও নাকি আছেন পাইপলাইনে৷

সিনেমায় ধোনি হয়েছিলেন সুশান্ত সিং রাজপুত ! আর এবার কপিল দেবের পালা ৷ সব ঠিকঠাক চললে, খুব শীঘ্রই সিনেমার পর্দায় ফুটে উঠবে কপিল দেবের জীবনের গল্প ৷ আর সিনেমার কপিল দেব হতে চলেছেন রণবীর সিং !

বলিউডে উড়ছে এরকমই খবর ৷ পরিচালক কবীর খান নাকি তৈরি করতে চলেছেন কপিল দেবের বায়োপিক ৷ আর এই বায়োপিকে কপিল দেবের চরিত্রে দেখা যেতে পারে রণবীর সিংকে ৷ জানা গিয়েছে, এই ছবির সঙ্গে শুধুই যুক্ত থাকবে না কবির খান ৷ সঙ্গে থাকবেন অনুরাগ কাশ্যপ, বিকাশ বহেল, বিক্রমাদিত্য মোতয়ানি, মধু মানতেনা ৷

১৮৮৩ সালে ভারতের বিশ্বকাপ জেতা ও কপিল দেবই এই ছবির পটভূমিকা হবে বলে জানা গিয়েছে ৷ তবে এই ছবিতে সত্যিই রণবীর সিং থাকছেন কিনা, তা নিয়ে অবশ্য কিছু বলতে চাননি রণবীর সিং ৷

First published: October 3, 2017, 6:13 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर