Home /News /entertainment /
এবার করোনার থাবা খোদ শ্রীদেবীর বাড়িতে, দেখুন কী বললেন বনি কাপুর

এবার করোনার থাবা খোদ শ্রীদেবীর বাড়িতে, দেখুন কী বললেন বনি কাপুর

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: এবার করোনা হানা দিল প্রয়াত বলি-নায়িকা শ্রীদেবীর বাড়িতে । নভেল করোনা ভাইরাসে আক্রান্ত শ্রীদেবীর বাড়ির পরিচারক । তবে বনি কাপুর জানিয়েছেন, তিনি এবং তাঁর দুই মেয়ে জাহ্নবী ও খুশি কাপুর একদম সুস্থ রয়েছেন । এর আগে সুজান খানের বোন ফারহা খান আলির এক স্টাফ করোনা আক্রান্তের খবর মিলেছিল । এবার সেই তালিকায় কাপুর পরিবার ।জানা গিয়েছে, বনি কাপুরের পরিচারক চরণ সাহুর বয়স ২৩ বছর । বনি, জাহ্নবী, খুশির সঙ্গে আন্ধেরির ‘গ্রিন একর’, লোখান্ডালা কমপ্লেক্সেই থাকতেন তিনি । ১৬ মে থেকে শরীর খারাপ হতে শুরু করে চরণের । সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে । চিকিৎসকরা তাঁর লালারসের নমুনা পরীক্ষা করতে পাঠান । চরণকে আইসোলেশনে রাখা হয় । পরে পরীক্ষার রিপোর্ট এলে দেখা যায় তাঁর নমুনায় করোনা ভাইরাসের উপস্থিতি রয়েছে । তবে বাড়ির অন্য সমস্ত স্টাফ এবং তাঁর দুই মেয়ে সুস্থ রয়েছে বলে জানিয়েছেন তিনি ।

Published by:Simli Raha
First published:

Tags: Coronavirus, Janhabi Kapoor, Sridevi