#মুম্বই: সুশান্ত সিং রাজপুত আর নেই৷ কিন্তু ভক্তেদের মনে তিনি থেকে যাবেন চিরকাল৷ তাঁর ছবির মধ্যে দিয়ে তো বটেই এবং সেই ছবির সব জনপ্রিয় গানের মধ্য দিয়ে৷ আপাতত সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে জোরকদমে চলছে তদন্ত৷ ডেকে পাঠানো হয়েছে সঞ্জয়লীলা বনসালী এবং যশরাজ প্রোডাকশনের কর্তাদের৷ এছাড়া তো তাঁর শেষ ছবির নায়িকা সঞ্জনা সাংঘি ও বান্ধবী রিয়া কাপুরকেও জেরা করা হয়েছে৷
সুশান্তের মৃত্যু কেন, কেন এত অকালে নিজেকে শেষ করলেন নায়ক, বলিউডে কোনও চক্রান্ত কি কাজ করেছে তাঁর মৃত্যুর পিছনে, এই নিয়ে নানা চর্চা হচ্ছে৷ তবে এসব থেকে দূরে গিয়ে বলি গায়িকা নেহা কক্কর জানালেন সুশান্তের প্রতি শ্রদ্ধা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sushant singh Rajput