#মুম্বই: গত রবিবার বলিউডে ২৮ বছর পূর্ণ করেছে বলিউডের কিং খান শাহরুখ ৷ নিজের ট্যুইটারে একটি সাদা কালো ছবি পোস্ট করে গোটা দেশবাসীকে ধন্যবাদও জানিয়েছেন তিনি ৷ সেই ছবি দেখে অন্যদিকে সমকামি হওয়ার ইচ্ছে প্রকাশ করে শাহরুখকে ট্যুইটও করেন অভিনেতা আরশদ ওয়ারসি ৷
তবে এরই মাঝে হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ল শাহরুখের স্কুলের এক ছবি ৷ যেখানে দেখা গেল সহপাঠীদের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন শাহরুখ ৷ পরনে তাঁর স্কুল ড্রেস ৷শাহরুখের ফ্যান ক্লাব থেকে ছবিটা ট্যুইট করা হয়েছে৷ তারপরই সোশ্যাল মিডিয়ার হাত ধরে ভাইরাল যুবক শাহরুখ !Seen or Unseen ?@iamsrk #ShahRukhKhan #KingOfHearts #thursdaytreat@teamsrkfc pic.twitter.com/naXXXafEs3
— Team SRK Mumbai⚡ (@teamsrkmumbai) May 28, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Shahrukh Khan