#মুম্বই: যে কোনও নারীকেন্দ্রিক ছবিতে বিদ্যা বালন(Vidya Balan) যে একাই একশো সেকথা গোটা বলিউড জানে। যতই দুঁদে অভিনেতা তাঁর সামনে থাক না কেন, উনি বলে বলে ছক্কা হাঁকিয়ে বছর শেষে ঝুলি ভর্তি পুরষ্কার নিয়ে যান। তুমহারি সুলু (Tumhari Sulu) থেকে কাহানির (Kahaani) বিদ্যা বাগচি (Vidya Bagchi) বা দ্য ডার্টি পিকচারের (The Dirty Picture)সিল্ক স্মিথ (Silk Smith), বিদ্যার প্রতিটি অভিব্যক্তি দেখার মতো।
এর আগের ছবিতেও বিদ্যাকে দেখা গিয়েছিল একটি নারীকেন্দ্রিক ছবিতে। অঙ্কের জাদুকর শকুন্তলা দেবীর (Shakuntala Devi) বায়োপিকে অভিনয় করেছিলেন বিদ্যা। তবে সেই ছবি ওটিটি (OTT) প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল। বিদ্যার সাম্প্রতিক ছবি শেরনিও(Sherni)মুক্তি পাবে আমাজন প্রাইমে(Amazon Prime)। অতিমারীর কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন ছবির প্রযোজক। সম্প্রতি শেরনি ছবির পোস্টার নিজের Instagram হ্যান্ডলে শেয়ার করেছেন বিদ্যা। সেখানে হাতে ওয়াকিটকি নিয়ে জলপাই রঙা পোশাক পরে জঙ্গলের মধ্যে তিনি দাঁড়িয়ে আছেন। কিন্তু বিদ্যার চারদিকে রয়েছে ষড়যন্ত্রের চক্র। অর্থাৎ দূর থেকে তাঁকে কেউ বন্দুকের নিশানায় রেখেছেন। ছবিতে একজন সৎ ও নির্ভীক ফরেস্ট অফিসারের চরিত্রে অভিনয় করছেন তিনি।
View this post on Instagram
ছবির পরিচালনায় আছেন অমিত মাসুরকর(Amit Masurkar)। এর আগে অমিতের পরিচালনায় নিউটন ছবিতে কাজ করেছিলেন রাজকুমার রাও(Rajkumar Rao)। ভারতের মতো বিশাল দেশে কীভাবে নির্বাচনের সময় বিভিন্ন ক্ষেত্রে চূড়ান্ত অব্যবস্থা দেখা দেয় সেই নিয়েই ছিল নিউটন ছবির গল্প। ভিন্ন ধাঁচের ছবি করতেই সম্ভবত অমিত ভালোবাসেন।২০১৪ সালেও সুলেমানি কিড়া বলে একটি ছবি তিনি পরিচালনা করেছিলেন। যেখানে দুলাল ও মৈনাক বলে দুজন চিত্রনাট্যকারের বলিউডে নিজেদের প্রতিষ্ঠা করার কাহিনিকে কেন্দ্র করে এগিয়েছিল ছবির গল্প। দুলাল ও মৈনাক চেয়েছিল সেলিম জাভেদ জুটির মতো বিখ্যাত হতে।
এর আগে আমাজন প্রাইমে বিদ্যার ছবি বেশ ভালোই জনপ্রিয় হয়েছিল। আশা করা যাচ্ছে এবারেও তার অন্যথা হবে না।নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Vidya Balan