Home /News /entertainment /
সুশান্তের বাড়িতে রহস্যময়ী মহিলা ও কালো ব্যাগ, মৃত্যুর দিনের ফুটেজ নিয়ে শোরগোল !

সুশান্তের বাড়িতে রহস্যময়ী মহিলা ও কালো ব্যাগ, মৃত্যুর দিনের ফুটেজ নিয়ে শোরগোল !

১৪ জুন সুশান্তের ফ্ল্যাটে আসেন কে এই রহস্যময়ী মহিলা, যাকে দেখা গিয়েছে ভিডিওতে? কালো ব্যাগ হাতের সন্দেহজনক ব্যক্তিটিই বা কে?

 • Share this:

  #মুম্বই: অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য নিয়ে জলঘোলা চলছেই ৷ প্রতিদিনই সামনে আসছে নয়া মোড় ৷ যতদিন যাচ্ছে ততই যেন রহস্যের সুতো গুলো আরও জট পাকিয়ে যাচ্ছে ৷ সম্প্রতি সুশান্তের মৃত্যুর দিন অর্থাৎ গত ১৪ জুনের একটি ভিডিয়ো ফুটেজ শোরগোল ফেলে দিল ৷ ভিডিওতে এক মহিলাকে নিয়ে দানা বেঁধেছে রহস্য ৷ প্রশ্ন উঠেছে কালো ব্যাগ হাতে এক ব্যক্তিকে নিয়েও ৷

  সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রকাশ্যে আনা ১৪ জুনের এক ভিডিও ফুটেজে দেখা গিয়েছে সাদা-নীল চেক শার্ট ও লাইট ব্রাউন ট্রাউজার পরা এক মহিলাকে ৷ যিনি সেদিন ওই বিল্ডিংয়ে এসেছিলেন কিন্তু তাঁকে চিনতে পারছেন না বিল্ডিংয়ের কোনও বাসিন্দারাই ৷ এতেই প্রশ্ন উঠেছে কে ওই মহিলা? কী করতেই বা তিনি ওখানে এসেছিলেন!

  চ্যানেলের ভিডিও ফুটেজ অনুযায়ী যে সময় সুশান্তের দেহ যখন বাড়ি থেকে বার করা হচ্ছিল তখন ওই মহিলা সেখানে যান ৷ পুলিশের পাশ কাটিয়ে ঢুকে যান ভিতরে ৷ মনে করা হচ্ছে তিনি সুশান্তের ফ্ল্যাটেই গিয়েছিলেন কারণ বাকি বাসিন্দারা তাঁর সম্পর্কে কিছুই বলতে পারেননি ৷ ভিডিও ফুটেজে দেখা গিয়েছে কিছুক্ষণ বাদেই ওই মহিলা বেরিয়ে এসে সুশান্ত সিং রাজপুতের বিল্ডিং ম্যানেজারের সঙ্গে কথা বলেন এবং বেরিয়ে আসেন ৷ তাঁকে অ্যাম্বুলেন্সের পাশেও ঘুরঘুর করতে দেখা গিয়েছে ৷ প্রশ্ন জেগেছে আরও এক জায়গায় ৷

  সুশান্ত সিং রাজপুতের ঘরের ফরেনসিক টেস্টের যে ভিডিও ফাঁস হয়েছিল সেখানে কালো ব্যাগ হাতে কালো টিশার্ট পরা ব্যক্তিকে দেখা গিয়েছেল ৷ ফুটেজে রহস্যময়ী মহিলার সঙ্গে ওরকমই এক ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে ৷ সুশান্তের দেহ ফ্ল্যাট থেকে বার করে অ্যাম্বুলেন্সে ওঠানো এবং অ্যাম্বুলেন্স রওনা হওয়া পর্যন্ত তিনি লাগাতার সুশান্তের দেহের আশেপাশেই ছিলেন ৷ কেউ কেউ যদিও বলছেন ওই কালো টিশার্ট পরা ব্যক্তিটি আসলে সুশান্ত সিং রাজপুতের বিল্ডিং ম্যানেজার ৷ কিন্তু ওই অচেনা মহিলার সম্পর্কে কেউ এখনও কোনও তথ্যই দিতে পারেননি ৷ তার আসা যাওয়া দুটোই রহস্যে ঘেরা ৷

  Published by:Elina Datta
  First published:

  Tags: Sushant singh Rajput

  পরবর্তী খবর