‘বিবাহিত, তাই লড়াইটা আলাদা’, জন্মদিনের চিঠিতে খোলাখুলি রানি !

File Photo

File Photo

রানি মুখোপাধ্যায় শুধুই নামে রানি নয়, তিনি সত্যিই বলিউডের রানি ৷ বলিউডে পা দিয়েই সবার নজরে এসেছিলেন তিনি ৷

  • Last Updated :
  • Share this:

    #মুম্বই: রানি মুখোপাধ্যায় শুধুই নামে রানি নয়, তিনি সত্যিই বলিউডের রানি ৷ বলিউডে পা দিয়েই সবার নজরে এসেছিলেন তিনি ৷ তারপর একের পর এক হিট ৷ বক্স অফিসে এক সময় রাজত্ব জমাতেন রানি মুখোপাধ্যায় ৷ জুটি বেঁধেছেন বলিউডের বাঘা বাঘা অভিনেতাদের সঙ্গে৷ তারপর হঠাৎ করে গায়েব রানি ৷ টুক করেই বিয়ে করে ফেললেন যশ চোপড়ার ছেলে আদিত্য চোপড়াকে ৷ সংসারে পুরো মন ৷ এক মেয়ের মা ৷ তবে এরই মাঝে কামব্যাক করেছিলেন তিনি৷ ছবি ‘মর্দানি’ খুব একটা বক্স অফিসে না চললেও, রানি প্রশংসিত হন ৷ সেই রানি ফিরছেন আবার ৷ শুক্রবারই মুক্তি পাবে রানির কামব্যাক ছবি ‘হিচকি’ ! আর তার আগেই বুধবার জন্মদিনে সংবাদমাধ্যমকে রানি লিখলেন চিঠি ! চিঠিতে লিখলেন কেরিয়ার, ভালোবাসা ও সংসার নিয়ে নানা কথা ৷

    Untitled-design1346

    চিঠিতে রানি লিখলেন, ‘৪০ বছরে পরলাম আমি ৷ ২২ বছরের কেরিয়ার আমার ৷ এই বাইশ বছরে অনেক কিছু পেয়েছি আমি ৷ অনেক কিছু হারিয়েওছি ৷ তবে যা পেয়েছি, তা অনেক ৷ সবাইকে ধন্যবাদ ৷ সিনেমার মধ্যে দিয়ে শুধু বিনোদন নয়, সমাজের চিন্তাভাবনা বদলানোর সুযোগ পেয়েছি আমি ৷ সাধারণের জীবন সংঘর্ষকে রুপোলি পর্দায় আনতে পেরেছি আমি ৷ এর জন্য ধন্যবাদ ছবির পরিচালকদের ৷ ’

    কেরিয়ার নিয়ে লিখতে গিয়ে রানি চিঠিতে জানালেন, ‘আমি একটা কথা বুঝে ছিলাম ৷ আমার জন্মটাই হয়েছে অভিনেত্রী হওয়ার জন্য ৷ আর এই বলিউডে একজন মেয়েকে নিজের জায়গা তৈরি করতে প্রচুর লড়াই করতে হয় ৷ আমি তা করেছি ৷ আর বিবাহিত হলে তো লড়াইটা আরও বেড়ে যায় ৷ তবে আমি অভিনয়ের জন্য যে কোনও লড়াইয়ের জন্য প্রস্তুত !’

    First published:

    Tags: Birthday, Bollywood, Movie, News, Rani Mukherjee