#মুম্বই: মিথ্যা বলে লাভ নেই, মাঝে মাঝেই ধুম ৪ (Dhoom 4) ছবিতে কোন অভিনেতা কাজ করতে চলেছেন, তা নিয়ে বাজারে জোর শোরগোল পড়ে যায়! এখন ফ্র্যাঞ্চাইজির তিন নম্বর ছবিটা বক্স অফিসে মাছি তাড়ানোর পর থেকে চট করে আর প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস (Yash Raj Films) এই প্রোজেক্ট নিয়ে মুখ খুলছে না, কেবল একটা উত্তেজনা জিইয়ে রেখে দিয়েছে। সেই উত্তেজনাই এবার আরও জোরদার হয়ে উঠল! সোশ্যাল মিডিয়া ছেয়ে গেল ভাইরাল পোস্টে, ধুম ৪ ছবিতে না কি ফের একসঙ্গে কাজ করতে চলেছেন সলমন খান (Salman Khan) আর অক্ষয় কুমার (Akshay Kumar)!
#dhoom4 salman khan in dhoom 4 I can't wait for it 😍 pic.twitter.com/ArYprLSsXq
— Manu Rajawat (@manu_rajawat7) June 4, 2021
তেমনই আবার আরেক ভক্ত অক্ষয় কুমারের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছে যে নায়কের সঙ্গে ধুম ৪ ছবিতে কাজ করা নিয়ে প্রযোজনা সংস্থার কথাবার্তা চলছে, খুব তাড়াতাড়িই এই ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। বলাই বাহুল্য, যশ রাজ ফিল্মস বা অক্ষয় কুমার, কেউই এই ব্যাপারে মুখ খোলার দরকার বোধ করেননি, অন্তত এখনও পর্যন্ত নয়!
Big & Breaking News :- #AkshayKumar Sir meeting with #AdityaChopra ...!!#Dhoom4 Almost Confirm 🔥 Dil thaam ke baithiye pic.twitter.com/SN0RPR2d3c
— 𝑨𝒌𝒌𝒊𝒂𝒏 𝑲𝒂𝒑𝒊𝒍 𝑲𝒖𝒎𝒂𝒓🐇 (@iamkapilkumar__) June 7, 2021
তবে বলিউডে কোন ছবির পাবলিসিটি ঠিক কী ভাবে হয়, তা বলা মুশকিল! এই ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু বরাবর পরস্পরের প্রতিদ্বন্দ্বী হিসেবে সলমন খান আর অক্ষয় কুমারকে ছবিতে দেখিয়ে এসেছে। ২০০৪ সালে রুপোলি পর্দায় যে দ্বৈরথের শুরু হয়েছিল ডেভিড ধাওয়ানের (David Dhawan) পরিচালনায় মুঝসে শাদি করোগি (Mujhse Shaadi Karogi) ছবিতে। এর পরে ২০০৬ সালে শিরীষ কুন্দের (Shirish Kunder) জান-এ-মন (Jaan-E-Mann) ছবিতেও এই এক রসায়ন ব্যবহার করেছিলেন!
তাহলে কি এবার অভিষেক বচ্চনকে (Abhishek Bachchan) বাদ দিয়ে চোর আর পুলিশের গল্প পুরো নতুন করে ঢেলে সাজাচ্ছে যশ রাজ ফিল্মস? দেখা যাক, ভবিষ্যতে এই নিয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানা যায় কি না!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Akshay Kumar, Salman Khan