#মুম্বই: আভিজাত্য, নম্র রুচিবোধ এবং তুখোড় রোম্যান্টিক আবেদন- এই তিন বিষয় এসে যে ভারতীয় ছবির নায়িকার ক্ষেত্রে এক খাতে মিলে যায়, তাঁর নাম শর্মিলা ঠাকুর (Sharmila Tagore)। কেরিয়ারের শুরু থেকেই এই তিন বিষয় সঙ্গে করে কী বাংলা, কী হিন্দি- ছায়াছবির জগতে রাজত্ব করেছেন পতৌদি পরিবারের এই বেগম।
সত্যজিৎ রায়ের (Satyajit Ray) হাত ধরে দেবী ছবিতে প্রথম আত্মপ্রকাশ লাজুকলতা শর্মিলার। কিন্তু দেবীর ঘেরাটোপ ছেড়ে বিকিনিতে (Bikini) বলিউড ডিভা হয়ে উঠতে সময় লাগেনি তাঁর। অ্যান ইভনিং ইন প্যারিস ছবিতে শর্মিলার সেই দুঃসাহসী আবেদন চোখ ধাঁধিয়ে দিয়েছিল অনেকেরই, শুরু হয়েছিল তুমুল বিতর্কও।
কিন্তু এ নিয়ে কোনও বিতর্ক নেই যে শেষ পর্যন্ত ভারতীয় ছবির অন্যতম রোম্যান্টিক আইডল তিনি-ই! আজ জন্মদিনে ফিরে দেখা যাক নায়িকার সে রকমই পাঁচ বিখ্যাত রোম্যান্টিক উপস্থিতি বলিউডের (Bollywood) ছবির গানের হাত ধরে।
রূপ তেরা মস্তানা
অব কে সাজন সাওন মে
ওয়াদা করো
দিওয়ানা হুয়া বাদল
সারা পেয়ার তুমহারা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Sharmila Tagore