#মুম্বই: বলিউড অভিনেতা শাহরুখ খানের (Saha Rukh Khan) মেয়ে সুহানা খান (Suhana Khan)সিনেমায় কবে আসবেন তা নিয়ে নিজেদের জল্পনা, গসিপ সবই জারি রাখতে পারেন, কিন্তু তার কোনও সদুত্তর কারোর কাছেই নেই৷ কিন্তু বিগ্স্ক্রিনে পা রাখার আগেই তিনি যে সুপার সেলিব্রিটি তা নিয়ে কোনও প্রশ্নই হতে পারে না৷ এই মুহূর্তে তাঁর একটি ভিডিও সুপার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ তবে তাতে অবশ্য তন্বী সুন্দরী সুহানাকে দেখা যাচ্ছে না৷ দেখা যাচ্ছে মিষ্টি , ছোট্ট সুহানাকে৷
দুষ্টুমিষ্টি খুদে সুহানার পরণে গোলাপি রঙের লেহঙ্গা -চোলি৷ আর ওই খুদে বয়সেই তিনি কোনও স্টারের চেয়ে কম নয়৷ সঙ্গে শাহরুখকেও বেশ ক্যাজুয়াল মুডে দেখা গেছে৷
ভিডিওতে মা গৌরী খানের নকল করতে দেখা যাচ্ছে৷ কীভাবে বাড়িতে শাহরুখকে ‘শাসনে’ রাখেন গৌরী খান (Gauri Khan) ৷ তা কোনও রাখঢাক না করেই দেখিয়ে দিচ্ছে বাদশার একরত্তি কন্যে৷ দেখে নিন মন ভালো করা সেই থ্রো ব্যাক ভিডিও (Throwback Video) ৷ সোশ্যাল মিডিয়ায় (Throwback Video) সুপার ভাইরাল হওভিডিয়া সেই ভিডিও দেখে নিন৷
ভিডিওতে শাহরুখ খানের অফিসে রয়েছে খুদে সুহানা সেখানেই নিজের মতো ঘুরঘুর করছে আর সঙ্গে বকবক৷ ২০০০ সালে শাহরুখ খানের মেয়ে সুহানা জন্মেছে৷ এরপর তিনি নিউইয়র্কে এখনও লেখাপড়া করেন৷ শাহরুখ খান ৷ তিনি সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ৷ নিয়মিত ছবি ভিডিও পোস্ট করেন তিনি৷ তাঁর ছবি ও ভিডিও-র অপেক্ষায় বসে থাকেন ফ্যানরা৷
সেই ছবি-ভিডিওগুলি নিঃসন্দেহে ভালো৷ তবে সুহানার খুদে বয়সের আধো আধো বোলে বাবাকে শাহরুখ বলে ডাকা নিঃসন্দেহে দারুণ সুন্দর৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Suhana Khan, Viral Video