#মুম্বই: প্রয়াত বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার সরোজ খান৷ শুক্রবার ভোররাতে তাঁর মৃত্যু হয়৷ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গিয়েছেন৷ ১৭ জুন থেকে তিনি ভর্তি ছিলেন বান্দ্রার গুরু নানক হাসপাতালে৷ তাঁর করোনা পরীক্ষাও করা হয়৷ তবে তা নেগেটিভ আসে৷
স্বামী, পুত্র ও ২ কন্যা রয়েছে তাঁর৷ শুক্রবারই তাঁর শেষকৃত্য হবে৷
৪ দশকের বেশি ছিল সরোজের বলিউড জার্নি৷ প্রায় ২হাজারের বেশি গানের সঙ্গে কোরিওগ্রাফি করেছেন তিনি৷ বলিউডে তাঁর হাত ধরে প্রচুর সুন্দর নাচের দৃশ্য উপহার পেয়েছি আমরা৷
Choreographer Saroj Khan passes away at the age of 71, in Mumbai. She was admitted to hospital on June 20 after she complained of breathing issues. pic.twitter.com/yxypJddLh7
— ANI (@ANI) July 3, 2020
মাত্র ৩ বছর বয়স থেকে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে তিনি কাজ শুরু করেন৷ স্বাধীনভাবে কোরিওগ্রাফির কাজ শুরু করে ১৯৭৪-এ৷ ছবির নাম ছিল গীতা মেরা নাম৷ ৩বার জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন সরোজ৷ মিঃ ইন্ডিয়া ছবির জনপ্রিয় গান হাওয়া হাওয়াই, তেজাব ছবির এক দো তিন, বেটা ছবির ধকধক করনে লগা থেকে দেবদাসের ডোলা রে ডোলা, সবতেই কোরিওগ্রাফি করেছিলেন তিনি৷
শেষ বার কলঙ্ক ছবিতে পর্দায় মাধুরীর জন্য কোরিওগ্রাফ করেছিলেন তবাহ গানটি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Saroj Khan