#মুম্বই: অলভিদা বলার সুযোগ না দিয়েই চলে গেলেন বলিউডের শ্রীদেবী ৷ ২৪ শে ফেব্রুয়ারি রাতে চাঁদনির এক চিলতে আলো না রেখেই অকাল প্রয়াণ বলিউডের এক টুকরো চাঁদের ৷ হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৫৪ বছর বয়সেই অকাল প্রয়াণ শ্রীদেবীর ৷ পরিবার সূত্রে খবর, আগামীকাল সোমবার মুম্বইয়েই বলিউড ডিভার শেষকৃত্য সম্পন্ন হবে ৷
মোহিত মারওয়ার বিয়ের অনুষ্ঠানে দুবাই গিয়েছিলেন শ্রীদেবী ৷ সঙ্গে ছিলেন স্বামী বনি কাপুর ও তাঁর ছোট মেয়ে খুশি। সেখানেই এমন অঘটন ৷ বিয়ে অনুষ্ঠান শেষে হোটেলে ফিরে শৌচালয়ে যান তিনি ৷ সেখানেই হঠাৎ হার্ট অ্যাটাকে জ্ঞান হারিয়ে পড়ে যান তিনি ৷ এরপর শ্রীদেবীকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷
দুবাই পুলিশের সদর দফতরে শ্রীদেবীর দেহ নিয়ে যাওয়া হয় ৷ সেখানে ময়নাতদন্তের পরই পরিবারের হাতে হস্তান্তরিত করা তাঁর দেহ ৷ রবিবার রাতেই প্রাইভেট জেটে দুবাই থেকে মরদেহ আনা হবে মুম্বইয়ে ৷ সোমবারই প্রিয় শহর মুম্বইতেই হবে বলিউড সুপারস্টার শ্রীদেবীর শেষকৃত্য ৷ প্রিয় তারকার অকাল প্রয়াণের খবরে সকাল থেকেই লোখন্ডওয়ালায় শ্রীদেবীর বাড়িতে ভিড় জমিয়েছেন অগণিত ভক্ত ৷ বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।