#মুম্বই: সম্প্রতি ডিজাইনার মণীশ মালহোত্রার (Manish Malhotra) নতুন পোশাকের কালেকশন নুরানিয়তের (Nooraniyat) জন্য একটি ভিডিও শ্যুট করেছেন অভিনেত্রী সারা আলি খান (Sara Ali Khan)। সোশ্যাল মিডিয়ার কল্যাণে সেই শ্যুটের ভিডিও এবং ছবি দুই ভাইরাল হয়েছে। ভারতীয় ঐতিহ্যের কথা মাথায় রেখে নুরানিয়ত কালেকশনের পোশাক ডিজাইন করেছেন মণীশ। সেই মতো লেহঙ্গা চোলি, হার, চুড়িতে সেজে উঠেছেন সারা আলি খান। তামাম ভক্তকুল এক বাক্যে স্বীকার করেছেন যে তাঁকে দেখতে ভারি সুন্দর লাগছে। এই শ্যুটের একেকটি ছবি সারা শেয়ার করছেন মজার মজার ক্যাপশন-সহ। সম্প্রতি এরকমই এক লেহেঙ্গা, চোলি পরিহিতা সারা তাঁর ছবির নিচে লিখেছেন যে তিনি একজন সুন্দর, সুশীল ও ঘরোয়া মেয়ে! তাঁর জন্য কোনও বিয়ের প্রস্তাব আছে কি না, সেটাও জানতে চেয়েছেন।
View this post on Instagram
সারা এমনিতে বেশ টেক-স্যাভি। প্রায়শই তিনি নানা রকমের ছবি, ভিডিও ইত্যাদি পোস্ট করে থাকেন। অনেকে যেমন তাঁর স্নিগ্ধ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যান, আবার কেউ বেশ মজা পান সারার বুদ্ধিদীপ্ত ক্যাপশনে। এই শ্যুট থেকেই এর আগে কালো আর রুপোলি রঙের পোশাকে একটি ছবি দিয়েছিলেন তিনি। সেখানেই তিনি ক্যাপশনে লেখেন আপ কি খিদমত মে নুর/ ডোন্ট হ্যাভ টু গো টু দূর/ লাইক শেয়ার কমেন্ট জরুর।
View this post on Instagram
নিজের নানা ছবির পাশাপাশি সারা শেয়ার করেন তাঁর মা আর ভাইয়েরও ছবি। তাঁর সঙ্গে থাকে কিছু মজার ভিডিও আর বুদ্ধিদীপ্ত ক্যাপশন। কিছুদিন আগেই আক্কেল দাঁত বড় ভোগাচ্ছিল নায়িকাকে। সেই দাঁত অপারেশন করে তুলে ফেলতে হয়। জ্ঞানী দাঁত বাই বাই বলে সেই ভিডিও পোস্ট করেন সারা। নেটিজেনরা বলেন একমাত্র তিনিই এত ব্যথা আর যন্ত্রণা নিয়েও এমন ভিডিও দিতে পারেন।
View this post on Instagram
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sara Ali Khan