#মুম্বই: এখন ডিজিটালের যুগ! সোশ্যাল মিডিয়ার রমরমা... আর এর সৎব্যবহার করছেন তারকারা! এখন আর সেলিব্রিটেদের আপডেট পেতে সপ্তাহান্তে বিনোদনের ম্যাগাজিন বা টিভিতে এনটারটেইনমেন্ট শোয়ের অপেক্ষা করতে হয় না! প্রতি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় নিজেদের সবরকম আপডেট দিতে থাকেন সেলেবরা! ভিড় জমান নেটিজেনরা! প্রিয় তারকার ছবি বা ভিডিও লাইক-শেয়ার করতে উঠেপড়ে লাগেন ফ্যানকূল! দেখতে দেখতে তা ভাইরাল! এই যেমন এই মুহূর্তে নেট দুনিয়া কাঁপিয়ে-দাপিয়ে বেড়াচ্ছে বলি অভিনেত্রী নোরা ফতেহির উদ্দাম নাচের একটি ভিডিও! কালো হটপ্যান্ট, কালো স্পোর্টস ব্রা পরে তুমুল নাচ জুড়েছেন নায়িকা! লাস্যময়ী নাচ বটে... ভিডিওটি নিয়ে নেটিজেনদের মধ্যে উম্মাদনা তুঙ্গে! নিমেষে ভাইরাল!
দেখুন নাচের ভিডিও--
View this post on Instagram
সেপ্টেম্বরের শেষে খবরের শিরোনামে এসেছিলেন ‘সাকি গার্ল’ নোরা ফতেহি! India's Best Dancer- রিয়ালিটি শোয়ের একটি ভিডিওতে তোলপাড় ওঠে নেটদুনিয়ায় ৷ ভিডিওতে দেখা যায় , শোয়ের তিন বিচারক মঞ্চের সামনে এসে কারও উদ্দেশ্যে নমস্কার জানাচ্ছেন ৷ নমস্কারের জন্য হাত তোলার সময় টেরেন্সের হাত স্পর্শ করে যায় নোরার হিপ ৷ ভিডিওটি স্লো মোশনে দেখলে মনে হবে, নোরার নিতম্বে সজোরে থাপ্পড় মারছেন টেরেন্স লুইস ৷
ভিডিওটি ভাইরাল হতেই হইচই পড়ে যায় ৷ তারপর সেই নিয়ে মন্তব্য করেন টেরেন্স এবং নোরা দু’জনেই ৷ ঠিক কী ঘটেছিল, তা ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে জানান টেরেন্স ৷ নীচে কমেন্ট বক্সে নিজের বক্তব্যও লেখেন নোরা ফতেহি ৷ টেরেন্সের পোস্টে নোরার কমেন্ট ছিল, ‘‘ ধন্যবাদ টেরেন্স ! এখন ছবি বা ভিডিওর ফটোশপ করে অনেক বিকৃতিই ঘটানো হয় ৷ আমার খুব ভাল লাগছে যে বিষয়টা নিয়ে তুমি শান্তই থেকেছ ৷ তুমি এবং গীতা ম্যাডাম দু’জনেই আমার কাছে বিশাল শ্রদ্ধার ৷ এই শোয়ের বিচারক হতে পেরে আমি খুশি ৷ অনেক সম্মান এবং ভালোবাসা পেয়েছি ওখানে ৷ অনেক কিছু শিখেছি ৷ খুব ভাল থাকো ৷ ’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Nora Fatehi