#মুম্বই: বর্ণবৈষম্য বিতর্কের অবসান ঘটাতে ‘ফেয়ার অ্যান্ড লাভলি’ থেকে ‘ফেয়ার’ শব্দটিই বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হিন্দুস্তান ইউনিলিভার। আর সেই পোস্টটিকে শেয়ার করেই বিপাশা বসু ইনস্টাগ্রামে লিখলেন গায়ের রঙের কারণে তাঁকে কী কী অপ্রিয় পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল... উঠে এল নানা অভিজ্ঞতা।
‘কালো’ ডাকটা জীবনের অঙ্গ হয়ে উঠেছিল বিপাশার। শুরুটা তাঁর পরিবারেই। ‘বিপাশা বিদিশার (বিপাশার দিদি) থেকে একটু বেশি কালো তাই না?’ থেকে শুরু করে বলিউডের প্রথম সিনেমা ‘অজনবি’–তে ‘শ্যামলা মেয়েটি দারুণ অভিনয় করেছে’। বিপাশার কাছে এটাই আশ্চর্যের, কেন তাঁর জন্য এই বিশেষণটাই এতটা গুরুত্বপূর্ণ! এরকম আরও উদাহরণ তিনি দিয়েছেন। সিনেমায় পা রাখার আগে ১৫/১৬ বছর বয়সে তিনি প্রথম মডেলিং করেন।
একটি প্রতিযোগিতায় জেতার পর কাগজে বড় বড় করে লেখা হল, ‘কলকাতার শ্যামবর্ণা মেয়ে প্রতিযোগিতায় জয়ী হয়েছে।’ নিউইয়র্কে মডেলিং করার সময়ে ক্রমে উপলব্ধি করলেন, তাঁর এই ‘শ্যামলা’ গায়ের রঙই তাঁকে বাকিদের থেকে আলাদা করছে। কেন, তা তিনি বুঝতে পারলেন না। কিন্তু এটার জন্যই তিনি প্রাধান্য পাচ্ছিলেন কাজের ক্ষেত্রে। তাঁর মতে ‘সেক্স অ্যাপিল’ সম্পূর্ণই একজন মানুষের অন্তরের বিষয়। গায়ের রংয়ের সঙ্গে তার কোনও সম্পর্কই নেই। কিন্তু বলিউডে তাঁর ‘সেক্স অ্যাপিল’–এর সঙ্গে বারবার যোগ করা হত তাঁর ‘শ্যামলা’ গায়ের রঙ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bipasha Basu, Fair and Lovely