• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • BOLLYWOOD BIPASHA BASU AND KARAN SINGH GROVER SET COUPLE GOALS WITH THEIR ROMANTIC PHOTOS SR

উত্থিত বক্ষযুগলে ৪২ বছরেও সুপার হট বঙ্গকন্যা বিপাশা বসু....সিক্ত শরীরে উত্তাপ ছড়ালেন

দু’জনের বয়সের ফারাক থাকলেও তা তুচ্ছ হয়ে গিয়েছে প্রেমের কাছে । করণ ৩৯ আর বিপাশা এখন ৪২ ।

দু’জনের বয়সের ফারাক থাকলেও তা তুচ্ছ হয়ে গিয়েছে প্রেমের কাছে । করণ ৩৯ আর বিপাশা এখন ৪২ ।

 • Share this:

  #মুম্বই: ৩৯ বছরে পা দিলেন অভিনেতা করণ সিং গ্রোভার । আর সেই উপলক্ষ্যে মালদ্বীপে পাড়ি দিলেন ‘মাংকি লভার’ । হ্যাঁ, দু’জন দু’জনকে এই নামেই ডাকেন বিপাশা আর করণ । আর দু’জনের প্রেমের রসায়নটা যে কতটা মাখোমাখো তা সকলেই জানেন । বিয়ের চার বছর পরেও বিপাশা আর করণ একইরকম ভাবে একে অপরের মধ্যে মিশে থাকেন । তাঁদের ভালবাসার প্রতিটি মুহূর্তই শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায় । দু’জনের বয়সের ফারাক থাকলেও তা তুচ্ছ হয়ে গিয়েছে প্রেমের কাছে । করণ ৩৯ আর বিপাশা এখন ৪২ ।

  করণের জন্মদিনটাকে আরও সুন্দর আরও স্মৃতিমেদুর করে রাখতে দু’জনে ছুটি কাটাতে উড়ে গিয়েছেন মালদ্বীপের সমুদ্রের বিচে । কাচের মতো স্বচ্ছ নীল জলরাশি, বিলাসবহুল হোটেল, জমিয়ে খানাপিনা আর তার সঙ্গে বার্থ ডে সেলিব্রেশন...সব মিলিয়ে জমে গিয়েছে গোটা ব্যাপারটাই ।

  ২০১৫ সালে ‘অ্যালোন’ নামের একটি ছবি করার সময় বঙ্গকন্যার মন গলেছিল করণের জন্য । এক বছর চুটিয়ে প্রেম । তারপর ২০১৬ সালে ধূমধাম করে বিয়ে হয়ে যায় বিপাশা-করণের । বাঙালি মতে সেই বিয়ের পর মুম্বইতে বলি-সেলেবদের নিয়ে হয়েছিল গ্র্যান্ড রিসেপশন পার্টি । বর্তমানে একসঙ্গে একটি ওয়েব সিরিজ করছেন বিপাশা-করণ ।

  Published by:Simli Raha
  First published: