• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • ক্রপ টপ ও শর্টস, গানের তালে লাস্য ঝরে পড়ছে, দেখুন বিগ বস প্রতিযোগীর ভাইরাল ভিডিও

ক্রপ টপ ও শর্টস, গানের তালে লাস্য ঝরে পড়ছে, দেখুন বিগ বস প্রতিযোগীর ভাইরাল ভিডিও

 • Share this:

  #মুম্বই: বিগ বস মানেই একটা আলাদা নাম ৷ যেকোনও সিজনের বিগ বসেই যাঁরা অংশ নিয়েছেন তারাই একটা আলাদা নাম পেয়ে যান ৷

  কখনও বিতর্ক , কখনও গ্ল্যামার কারণ নানা কিছু হতে পারে কিন্তু বিগ বসের সঙ্গে একটা বড় খ্যাতির বিষয় জুড়ে থাকে ৷ তবে এই নাম বা বাজার সরগরম করে রাখার বিষয়টিও হয় ক্ষণস্থায়ী ৷ যেমন 'বিগ বস ১১' এর বন্দেগী কালরা উঠে এসেছিলেন শিরোনামে ৷ কারণ অবশ্য দুটো ৷ তাঁর আগুনে রূপ ও প্রেম ৷ পুনিশ শর্মার প্রেম কাহিনী সকলের কাছে আলোচনার বিষয় বস্তু হয়ে উঠেছিল।

  তবে বিগ বসের বাড়ি ছাড়ার পর সে খ্যাতির জোয়ারে ভাঁটা পড়ে গেছে ৷ এর আগে বন্দেগি কালরারা ‘লাভ মি’ ভিডিও সং ফের চাঞ্চল্য তৈরি করেছিল ৷ এবার ফের থিঁতিয়ে যাওয়া বাজারকে চাঙ্গা করতে হট অবতারে বিগ বসের প্রতিযোগী ৷

  আরও পড়ুন - বাংলাদেশি টুরিস্টরা সহজেই ঘুরতে যেতে পারবেন এই সব স্বপ্নের জায়গায়

  দিন দুয়েক আগে নিজের সোশ্যাল হ্যান্ডেলে এক ডান্স ভিডিও দিয়েছেন তিনি ৷ যেখানে তাঁকে  ডিজে স্নেক হিট ট্র্যাক তাকি তাকি -তে নাচতে দেখা যাচ্ছে ৷ লাস্যে চুঁইয়ে পড়া শরীরি আবেদনে সোশ্যালে সুপারহিট বন্দেগির এই নাচ ৷

  First published: