#মুম্বই: সদ্য জামিন পেয়েছে কমিডিয়ান ভারতী সিং ও তার স্বামী হর্ষ লিম্বাচিয়া । আজ অর্থাৎ সোমবার বিশেষ এনডিপিএস আদালত তাঁদের জামিন মঞ্জুর করেছে। জনপ্রিয় কমেডিয়ান ভারতীর বাড়ি থেকে নিষিদ্ধ মাদক উদ্ধার করার পরে এনসিবি (NCB) তাকে গ্রেফতার করে ৷ এরপর রাতভর জিজ্ঞাসাবাদ চলে তার স্বামী হর্ষের৷ রবিবার সকালে তাকেও ড্রাগ মামলায় গ্রেফতার করে নারকটিক্স ব্যুরো৷
মামলার শুনানি চলাকালীন আদালত ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়াকে ১৪ দিনের অর্থাৎ ৪ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। সোমবার এনডিপিএসের বিশেষ আদালত এই দুজনের জামিন আবেদন মঞ্জুর করা হয়। ভারতী সিংয়ের স্বামী হর্ষের উপর মাদকদ্রব্য আইন ১৯৮৬ এর ধারা 27A আরোপ করা হয়। অর্থাৎ ড্রাগের ক্ষেত্রে অর্থ ও পরিবহণ দিয়ে সাহায্য করত হর্ষ।
ইতিমধ্যেই ভাইরাল হয়ে যায় ভারতীর পুরনো একটি ট্যুইট । সেই ট্যুইটে মাদক সেবনের বিরুদ্ধে সওয়াল করেছিলেন জনপ্রিয় এই কমেডিয়ান । ২০১৫ সালে করা ওই ট্যুইটে ভারতী লিখেছিলেন, ‘‘প্লিজ ড্রাগস নেওয়া বন্ধ করুন, এটা স্বাস্থ্যের পক্ষে খারাপ ।’’
This tweet proves that #BhartiSingh is truly a comedian Mast joke mara rey.....#CBIFastTrackSSRCase pic.twitter.com/dY0830FByj
— NAINIKA(SSRF) (@Nainika_19) November 21, 2020
Ye tweet bhi maal fuk ke kiya tha kya #BhartiSingh #drugscase #drugs pic.twitter.com/VX0CELwYDp
— @tul (@Atulecr) November 21, 2020
মাদক কাণ্ডে জেলে যাওযার পর ভারতীর সেই ট্যুইটটি আবার নতুন করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । যা নিয়ে হাসির বন্যা বইছে ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bhharti Singh, Drugs, NCB