#মুম্বই: ‘ভাবিজি ঘর পে হে’-তে বেশ কিছুদিন ধরেই দেখা পাওয়া যাচ্ছিল না অনিতাভাবি ওরফে সৌম্য ট্যান্ডনের। তাতে গুজব উঠেছিল যে সৌমিয়া হয়তো ‘ভাবিজি’ থেকে ইস্তফা দিয়েছেন। তবে জানা গিয়েছিল তিনি এই বিখ্যাত ধারাবাহিকটি থেকে ইস্তফা নেননি ৷ বরং খুশির খবর শোনালেন অভিনেত্রী ৷
গত ১৮ জানুয়ারি মা হয়েছেন সৌম্য ৷ একটি ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি ৷ তাঁদের সংসারে এসেছে নতুন সদস্য ৷ ভীষণ এক্সাইটেড তাঁরা ৷
আজ রবিবার ছেলের প্রথম ছবি শেয়ার করলেন অভিনেত্রী ৷ স্বামীর এবং ছেলের সঙ্গে সেই ছবিটি পোস্ট করেছেন সৌম্য ৷ তবে কী তিনি অভিনয় থেকে দূরে সরছেন ? এই প্রশ্নটাও উঠতে শুরু করেছে ৷ তবে এর আগে সৌম্য জানিয়েছেন, মাতৃত্ব মানেই অভিনয় ছেড়ে দেওয়া নয় ৷ অর্থাৎ তিনি অভিনয়টাও চালিয়ে যেতে চান সমানতালে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।