#মুম্বই: বলিউডে নতুন জুটি সকলেই পছন্দ করেন। দর্শকের মনেও জুটি একবার জায়গা করে নিলে, পরিচালক-প্রযোজকেরা সেই জুটিকে ভেবেই নতুন নতুন ছবি তৈরি করেন। অনেক সময়ই ছবির গল্পে তেমন জোর না থাকলেও, ছবির অভিনেতা-অভিনেত্রীর জুটিই সিনেমাকে পার করিয়ে দেয়। একদিকে যখন সারা আলি খানের সময়টা ভালোই যাচ্ছে একের পর এক ভালো ছবিতে কাজ করে, অন্যদিকে, নতুন জেনারেশনের হার্টথ্রব টাইগার শ্রফকে নিয়েও আশা-উদ্দীপনার কমতি নেই।
বলিউড সূত্রে খবর, বলিউডের অত্যন্ত জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি 'বাঘি ৪'-এ এবার টাইগারের প্রেমিকা হবেন সারা আলি খান। 'হিরোপন্তি ২' ছবিতেই সাজিদ নাদিয়াদওয়ালার সারাকে নেওয়ার ইচ্ছে ছিল, তবে কোনও কারণে সেটি হয়নি। ওই ছবিতে নায়িকার ভূমিকায় দেখা যাবে তারা সুতারিয়াকে। তবে 'বাঘি ৪'-এ সারাকে কোনও ভাবেই হাতছাড়া করতে রাজি নন ছবির প্রযোজক।
বলিউডে 'বাঘি' সিরিজে কাজ করে টাইগার তাঁর নিজস্ব জায়গা তৈরি করে ফেলেছেন। বাঘি ১ ও ৩-এ টাইগারের বিপরীতে দেখা গিয়েছে শ্রদ্ধা কাপুরকে। বাঘি ২-এ নায়িকা হয়েছিলেন দিশা পাটানি। এবার টাইগারের বিপরীতে দেখা যাবে সারা আলি খানকে।
টাইগার আপাতত হিরোপন্তি ২-এর শ্যুটিং নিয়ে ব্যস্ত। এর পরই বাঘি ৪-এ কাজ শুরু করবেন তিনি। অন্যদিকে, আতরাঙ্গি রে-র কাজ শেষ করেছেন সারা। এবার তাঁর হাতে রয়েছে দীনেশ ভিজানের পরের ছবি। সেখানে সারার বিপরীতে রয়েছেন ভিকি কৌশল। তার পরেই সম্ভবত বাঘি ৪-এর কাজ শুরু করবেন দুই অভিনেতা।