#মুম্বই: ' ওয়াইল্ড' না নরম-সরম, কোমল-রোম্যান্টিক ? কেমন সেক্স পছন্দ বলি নায়িকা ভূমি পেডনেকরের ? প্রশ্নের উত্তর দিলেন আয়ুষ্মান খুরানা।সম্প্রতি একটি শোয়ে হাজির ছিলেন আয়ুষ্মান খুরানা আর ভূমি! সেখানেই 'বধাই হো' স্টারকে প্রশ্ন করা হয়, তিনি সেক্সের জন্য কতদূর পর্যন্ত যেতে পারেন ? খুব রসিকভাবে আয়ুষ্মান উত্তর দেন 'আউটডোর', অর্থাৎ বাড়ির বাইরে পর্যন্ত! এরপরই তাঁকে বলা হয়, ভূমির প্রেমিকের উদ্দেশ্যে তিনি কী বলবেন ? ততোধিক মজার সঙ্গে 'ভিকি ডোনর' বলেন, '' ভূমির সঙ্গে প্রেম করতে গেলে প্রথমেই মাথায় রাখতে হবে বিছানায় ধৈর্য ধরে রাখতে হবে! তাড়াহুড়ো করলে চলবে না! ধীরস্থির, কোমল, রোম্যান্টিক হতে হবে।''
আয়ুষ্মান আর ভূমি, দুজনেই খুব ভাল বন্ধু। একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন। 'দম লাগাকে হাইসা'-তে আয়ুষ্মানের হাত ধরেই বড় পর্দায় পা রাখেন ভূমি। আয়ুষ্মানের সদ্য মুক্তি পাওয়া 'শুভ মঙ্গল যাদা সাবধান'-এও ভূমিকে একটি ক্যামিও চরিত্রে দেখা যায়।
সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে ভূমির একটি ছবি। লং গাউনে স্পষ্ট স্তনের একাংশ, উন্মুক্ত উরু! ছবিটি নিয়ে সরব হয়েছেন নেটিজেনরা ৷ একাংশ বলছেন, 'বৌদি কাপড় পড়ুন!' কেউ আবার বলছেন, 'আপনাকে দেখেই মনে হচ্ছে আপনি এই পোশাকে মোটেই সাচ্ছন্দ্য নন!' তবে এই প্রথম নয়, এর আগেও বছরের শুরুতে একেবারে পোশাক ছাড়াই ছবি পোস্ট করেন ভূমি ৷ তাও আবার বাথটবে! গায়ে একটা সুতোও ছিল না ৷ ফোটোশ্যুট করেন বলিউডের জনপ্রিয় ফোটোগ্রাফার ডাব্বু রতনানি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ayushmann Khurrana, Bhumi Pednekar