corona virus btn
corona virus btn
Loading

পিয়ানোতে 'বেলা চাও' বাজিয়ে 'মানি হাইস্ট' সিরিজের প্রফেসর হতে চাইলেন আয়ুষ্মান খুড়ানা !

পিয়ানোতে 'বেলা চাও' বাজিয়ে 'মানি হাইস্ট' সিরিজের প্রফেসর হতে চাইলেন আয়ুষ্মান খুড়ানা !

তিনি লিখলেন, "আমি প্রফেসর হতে চাই। তাই তাঁর মতো চশমা পড়ে 'বেলা চাও' বাজাচ্ছি।"

  • Share this:

#মুম্বই: সারা দেশ জুড়ে চলছে লকডাউন ! ২১ দিনের লকডাউনকে বাড়িয়ে ৩রা মে পর্যন্ত করা হয়েছে। করোনা ভাইরাসের মোকাবিলা করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন সরকার। কিন্তু এই সময় মানুষ ঘরে আটকে থাকায় গোটা দেশ স্তব্ধ হয়ে গেছে। সকলে এক জায়গায় আটকে পড়েছেন। সিনেমা, শিল্প সব বন্ধ ! এই সময় সেলেবরাও বাড়িতে আটকে। গৃহবন্দি হয়ে আছেন আয়ুস্মান খুড়ানাও। বলিউড অভিনেতা কিন্তু ঘরে চুপচাপ বসে নেই। মানুষের সাহায্যের জন্য এগিয়ে তো এসেছেনই তিনি। তবে শুধু টাকা দিয়ে নয় কবিতা শুনিয়ে গান গেয়ে এমনকি পিয়ানো বাজিয়ে মানুষকে ভাল রাখার চেষ্টা করছেন তিনি।

খালি গায়ে বাড়ি বসে পিয়ানো বাজালেন তিনি । নেটফ্লিক্সের সিরিজ 'মানি হেইস্ট' দেখে ফেলেছেন বাড়ি বসে । আর তাতেই হয়েছে তাঁর মাথা খারাপ। যদিও মাথা খারাপ হওয়ারই কথা ! এই সিরিজ দেখে শাহরুখ খান বলেছেন , আমি হিন্দিতে এই ছবি বানাবো। এবার এই সিরিজের গান 'বেলা চাও' পিয়ানোতে বাজালেন আয়ুষ্মান ! তিনি লিখলেন, "আমি প্রফেসর হতে চাই। তাই তাঁর মতো চশমা পড়ে 'বেলা চাও' বাজাচ্ছি। আমার এই বাজনা পরিচালকরা শুনতে পাচ্ছেন ? আমি পাগল হয়ে আছি বলিউডে 'মাই হেইস্ট'-এর মতো কাজ করার জন্য। আমার সারা গায়ে ইচিং হচ্ছে ! কবে হবে এইরকম কাজ ! আমরা বাইরে বেড়িয়ে এই কাজ একদিন করবোই। তবে এখন ধৈর্য ধরতেই হবে। যতদিন না 'বেলা সাও' হচ্ছে আমাকে ধৈর্য ধরতেই হবে।" বেলা চাও ইটালির বিখ্যাত ফোক সং ! এই গানটিকেই ব্যবহার করা হয়েছে 'মানি হেইস্ট' ওয়েব সিরিজে।

First published: April 15, 2020, 1:47 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर