#মুম্বই : শ্রীদেবীর মেয়ে, মা দেখে যেতে পারেননি মেয়ের বলিউডের প্রথম ছবি ৷ জাহ্নবী কাপুর বলিউডে পা রেখে ফেলেছেন ৷ বনি-শ্রীদেবীর কন্যা এখন আর শুধু স্টারকিড তকমা নিয়ে নেই, একেবারে হার্টথ্রব হয়েছেন তরুণ সম্প্রদায়ের ৷ ধড়ক অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়া স্টেটাসে যা ছবি দিয়েছেন তা মুহূর্তেই ভাইরাল হয়েছে ৷
নিজের এই ছবিতে লিখেছেন ফাইনালি- অর্থাৎ অবশেষে ৷ যার প্রতীক্ষায় ছিলেন জাহ্নবী তিনি তাঁরই ছোটবোন খুশি কাপুর ৷ ছোট বোনের সঙ্গে অনেকদিন বাদে দেখা হওয়ায় আনন্দের বাঁধ ভাঙে বড় দিদির ৷ একেবারে লাফিয়ে কোলে উঠে যান ৷ গভীর আশ্লেষে জড়িয়ে ধরেন ছোটবোনকে ৷ দিদির এরকম অভ্যর্থনা পেয়ে খুশিও দারুণ খুশি ৷ তিনি একেবারে হাসিতে ভরে ওঠেন ৷
এই ছবি একেবারে পারিবারিক মধুর সম্পর্কের দারুণ মুহূর্তের ছবি ৷ এই রকম মুহূর্ত ফ্রেমবন্দি হয়ে মনে থেকে যায় বহুদিন ধরে থেকে যায় ৷ এই স্টোরিও এখন সেই ভাইরাল হয়ে গেছে ৷ এমনিতেই এই দুই বোন নিজেদের নানা পারিবারিক মুহূর্তের ছবি শেয়ার করেন ৷ কখনও তাঁদের প্রয়াত মায়ের সঙ্গে ছবি দেন , কখনও বাবা -র সঙ্গে ছবি থাকে, কখনও আবার দুই -বোনের নান মুহূর্তের ছবি থাকে ৷
জাহ্নবীর সামনের কাজ নেটফ্লিক্সের Ghost Stories তার জন্য জোরকদমে প্রচার কাজ চলছে ৷
আরও দেখুন
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Janhavi Kapoor, Viral, জাহ্নবী কাপুর, বলিউড, ভাইরাল