হোম /খবর /বিনোদন /
'হিন্দু হিসাবে বলছি, কুম্ভমেলার দরকার নেই', মুখ খুললেন সোনু নিগম!

'হিন্দু হিসাবে বলছি, কুম্ভমেলার দরকার নেই', মুখ খুললেন সোনু নিগম!

'হিন্দু হিসাবে বলছি, কুম্ভমেলার দরকার নেই': মুখ খুললেন সোনু নিগম!

'হিন্দু হিসাবে বলছি, কুম্ভমেলার দরকার নেই': মুখ খুললেন সোনু নিগম!

Coronavirus Second Wave -র মধ্যে হরিদ্বারে চলাকালীন কুম্ভমেলা নিয়ে বড় কথা সাফ জানালেন বলি গায়ক সোনু নিগম৷

  • Share this:

#মুম্বই: সারা দেশ জুড়ে ফিরে আসছে মারণ করোনাভাইরাসের দ্বিতীয় ওয়েভ। হু-হু করে বাড়ছে সংক্রমণের সংখ্যা। পরিস্থিতি এতটাই জটিল যে মহারাষ্ট্রে ঘোষণা হয়েছে নাইট কার্ফু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) নিজে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রীদের সঙ্গে। এবার দেশজোড়া এই কোভিড পরিস্থিতি নয়ে মুখ খুললেন বিশিষ্ট বলিউডি গায়ক সোনু নিগম (Sonu Nigam)। কোভিডের দেশজোড়া দ্বিতীয় তরঙ্গের মাঝে হরিদ্বারে চলাকালীন কুম্ভমেলা নিয়ে মুখ খুললেন বিশিষ্ট এই গায়ক।

কোভিড পরিস্থিতির মাঝে কুম্ভমেলা হওয়া নিয়ে বিতর্ক ছড়িয়েছে ইতিমধ্যেই। কুম্ভমেলায় অংশগ্রহণকারী সাধু-সন্ন্যাসীদের অনেকের শরীরেই পাওয়া গিয়েছে মারণ কোভিড ভাইরাস। সামাজিক নেট-মাধ্যমে এই নিয়ে উঠেছে প্রশ্নও। অবস্থা এতটাই গুরুতর যে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 'প্রতীকী কুম্ভমেলা' পালনের ডাক দিয়েছেন। এবার কার্যত সেই দাবী সমর্থন করেই নিজের Instagram আ্যাকাউন্ট থেকে ভিডিও শেয়ার করেন সোনু নিগম।

শুক্রবার প্রকাশিত ওই ভিডিওয় সোনুকে বলতে শোনা যায় 'আমি অন্য কিছুর বিষয়ে জানি না, কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় না কুম্ভমেলা সরাসরি পালন করার কোনও দরকার আছে বলে।' এখানেই থামেননি সোনু। নিজেকে হিন্দু হিসাবে পরিচয় দিয়ে সোনু বলেন 'আমি জন্মেছি হিন্দু হিসাবে, এবং হিন্দু হিসাবেই আমি বলছি এই মুহূর্তে কুম্ভমেলা না হওয়াই শোভন। আমি জানি এটা বিশ্বাসের প্রশ্ন, কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে মানুষের প্রাণের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই।' এর পর নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান সোনু। তিনি বলেন, ঈশ্বরকে ধন্যবাদ, কিছু মানুষ এই মূহুর্তে দাঁড়িয়ে প্রতীকী কুম্ভমেলার কথা বলছেন। তাঁদের মাথায় যে প্রতীকী কুম্ভমেলার ভাবনা এসেছে, এতে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাই। '

শুধু কুম্ভমেলা নয়, গানের অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার সম্পর্কেও একই কথা বলেছেন সোনু। তাঁর মতে, 'অন্তত এই মুহুর্তে গানের কোনও লাইভ অনুষ্ঠান করার মানে নেই।' তিনি বলেন 'গানের লাইভ অনুষ্ঠান সঠিক সামাজিক দূরত্ববিধি মেনে করা যায়। কিন্তু এই মুহুর্তে তা করা বিপজ্জনক। করোনার দ্বিতীয় ওয়েভের মধ্যে গানের লাইভ অনুষ্ঠানে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে মারাত্মক ভাবে।'

নিজের ভিডিওয় তিনি নিজেকে অন্তত দিন দুয়েকের জন্যে সামাজিকভাবে বিচ্ছিন্ন করে রাখার কথাও ঘোষণা করেন। তিনি বলেন, 'আমি গোয়া থেকে মুম্বই ফিরছি। আমাকে বাবার সঙ্গে দেখা করতে হবে। আমি নিজেকে প্রথম দু' দিন আলাদা রাখব। তার পর শরীরের অবস্থা বুঝে দেখা করব বাবার সঙ্গে।'

Published by:Debalina Datta
First published:

Tags: Sonu Nigam