#মুম্বই: বিদায় ২০১৯, শুরু ২০২০... বর্ষশুরুর আনন্দের রেশ এখনও কাটেনি! চলছে উযদাপন...বলিটাউনও আনন্দে সামিল! কুণাল খেমু থেকে শুরু করে খান-কাপুরেরা... সবাই 'অভিনব'ভাবে নতুন বছরের আগমন সেলিব্রেট করছে, সোশ্যাল হ্যান্ডেলে শুভেচ্ছা জানাচ্ছেন ফ্যানেদের। বাদ গেলেন না মালাইকা অরোরাও ! 'চুমু' দিয়ে নতুন বছরকে স্বাগত জানালেন 'ছাইয়া ছাইয়া' গার্ল! বয়ফ্রেন্ড অর্জুন কাপুরের সঙ্গে দুষ্টু মিষ্টি একটা ছবি পোস্ট করে নেট দুনিয়া তোলপাড় সুন্দরীর!
নিউ ইয়ার্স ইভ সেলিব্রেট করতে বন্ধু-বান্ধবদের সঙ্গে গোয়ায় পাড়ি দিয়েছিলেন মলাইকা, অর্জুন। ৩১ ডিসেম্বর রাতে জমে উঠেছিল পার্টি! রূপালি শর্ট ফ্রক, ব্রাইট রেড লিপস-এ 'টক অফ দ্য টাউন' ছিলেন মালাইকাই! নতুন বছরের শুরুটাও করলেন চূড়ান্ত রোম্যান্টিকভাবে... বয়ফ্রেন্ড অর্জুনের গালে চুমু খেয়ে...! ছবিটি নেট দুনিয়ায় প্রকাশ হতেই ভাইরাল!
বহুদিন ছিল চুপিসাড়ে, আড়ালে-আবডালে! তবে, গতবছর জুন মাসে নিজদের সম্পর্কের কথা স্বীকার নেন অর্জুন-মালাইকা। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বয়ফ্রেন্ড অর্জুনকে বার্থ ডে উইশ করে সম্পর্ক অফিসিয়াল তকমা দেন মালাইকা ৷ একে অপরকে জড়িয়ে ধরা সেই ছবিই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় ৷
অর্জুন কাপুর আর মালাইকাল আরোরা, তাঁদের বয়সের পার্থক্য অনেকটাই ৷ কিন্তু প্রেম তো আর অত নিয়ম কানুন মেনে হয় না ৷ তাই ২০ বছরের বিবাহিত জীবন ছেড়েছেন মালাইকা ৷ অর্জুনও এখন পুরোপুরি ‘কমিটেড’ ৷ বিয়ে নিয়ে অবশ্য এই কাপলের মুখে স্পিকটি নট ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Malaika arjun kiss