66th National Film Awards: 'বিন্তে দিল' গানের জন্য সেরা গায়কের পুরস্কার জিতলেন অরিজিৎ সিং

প্রথমবার বনশালিজির সঙ্গীত পরিচালনায় কাজ । তারপর এই পুরস্কার সত্যি আনন্দের !

Bangla Editor | News18 Bangla
Updated:Aug 09, 2019 08:04 PM IST
66th National Film Awards: 'বিন্তে দিল' গানের জন্য সেরা গায়কের পুরস্কার জিতলেন অরিজিৎ সিং
photo source collected
Bangla Editor | News18 Bangla
Updated:Aug 09, 2019 08:04 PM IST

#মুম্বই: বেশ কিছুদিন ধরেই একটু আড়ালে রয়েছেন অরিজিৎ সিং। তবে বলিউডের সেরা গায়কদের মধ্যে তাঁর নাম সবার আগে আসে। দিল্লির শাস্ত্রী ভবনে ঘোষিত হলো ৬৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আর সেখানে তিন তিনটে পুরস্কার জিতে নিয়েছে সঞ্জয়লীলা বনশালি পরিচালিত ছবি 'পদ্মাবত'। এই ছবিতে গান করেছিলেন অরিজিৎ সিং।

তিনি এই ছবিতে গাইলেন 'বিন্তে দিল' গানটি। এই ছবিতেই সঙ্গীত পরিচালনার কাজ করেছিলেন সঞ্জয়লীলা বনশালি। তিনি পেয়েছেন সেরা মিউজিক ডিরেক্টরের পুরস্কার। তবে অরিজিতের এটাই প্রথম ন্যাশনাল অ্যাওর্য়ার্ড নয় । তিনি এর আগেও পেয়েছেন এই পুরস্কার। ছোট্ট শহরের ছেলে আজ বলিউডের সেরাদের মধ্যে একজন। তাঁর এই সাফল্য নিয়ে তিনি জানিয়েছেন, এই পুরস্কার পেয়ে তিনি সত্যি খুশি। 'পদ্মাবত' ছবির সময় তাঁরা খুব ভাল করে কাজ করেছিলেন। প্রথমবার বনশালিজির সঙ্গীত পরিচালনায় কাজ । তারপর এই পুরস্কার সত্যি আনন্দের !

First published: 08:04:49 PM Aug 09, 2019
পুরো খবর পড়ুন
Loading...
अगली ख़बर