#মুম্বই: বিরুষ্কার বিয়ের পর গোটা দেশ তাকিয়ে রয়েছে বলিউডের মোস্ট চার্মিং কাপল রণবীর সিং এবং দীপিকা পাডুকোনের দিকে । এ বার বিয়ের পিঁড়িতে বসার পালা । বিরাট-অনুষ্কার মতো চুপিসাড়ে বিয়ের তোড়জোড় না হলেও বিয়ে সেভাবে মুখ খোলেনি রণবীর-দীপিকা । তবে তাঁরা বিয়ের জন্য কেনাকাটা শুরু করে দিয়েছেন বলে খবর সোশ্যাল মিডিয়ায় ।এ বার শোনা যাচ্ছে তাঁরা নাকি এ দেশে নয়, বিয়েটা সারবেন বিদেশের মাটিতেই । সুইজারল্যান্ডে বিয়ের মণ্ডপ বসবে রণবীর-দীপিকার। বিভিন্ন সূত্রের খবরে এমনটাই জানাচ্ছে সোশ্যাল মিডিয়া ।
বছর জুড়ে বলিউডের অন্যতম আলোচ্য বিষয় রণবীর-দীপিকার প্রেমকাহিনী। বছরের শুরুতে দীপিকার জন্মদিন উদযাপন করতে গোপনে শ্রীলঙ্কা ঘুরে আসেন রণবীর। এরপর দীপিকা মা ও বোনের সঙ্গে বেঙ্গালুরে কেনাকাটা করছেন, এমন প্রতিবেদনও প্রকাশ পায়। এতে বলা হয়, রণবীরের পরিবারের সঙ্গেও গয়নার দোকানে দেখা গিয়েছে দীপিকাকে। এসবই ধারণা দিচ্ছে, শিগগিরই আরেকটি জমজমাট বিয়ের আসর বসতে যাচ্ছে বি-টাউনে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood Actor, Bollywood Actress, Bollywood Celebrity, Celebrity Marriage, Deepika padukone, Ranveer Singh