corona virus btn
corona virus btn
Loading

মালাইকাকে ছেড়ে সানির প্রেমে মজেছেন আরবাজ !

মালাইকাকে ছেড়ে সানির প্রেমে মজেছেন আরবাজ !
Youtube

আবার সানি লিওন। ফের বড়পর্দায় সানি জুটি বাঁধছেন আরবাজ খানের সঙ্গে।

  • Share this:

#মুম্বই: আবার সানি লিওন। ফের বড়পর্দায় সানি জুটি বাঁধছেন আরবাজ খানের সঙ্গে। গোটা ট্রেলর জুড়ে শুধুই সানির লাস্য। তেরা ইন্তেজার ছবিটি পরিচালনা করেছেন রাজীব ওয়ালিয়া। চব্বিশে নভেম্বর মুক্তি পাচ্ছে ছবি।

সম্প্রতি মুক্তি পেল তেরা ইন্তেজারের ট্রেলার ৷ ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন আরবাজ খান ও সানি লিয়ন ৷ এই অনুষ্ঠানে এসেই সানি জানালেন, ‘এই ছবি আমার অন্য ছবির থেকে একেবারে আলাদা ৷ এই ছবিতে রোম্যান্সের সঙ্গে সঙ্গে রোমঞ্চও রয়েছে৷’

আরবাজ খানের কথায়, ‘সানি যে শুধুই সুন্দরী নন, খুব ভালো অভিনেত্রী ৷ আর তা এই ছবিতেই প্রমাণিত ৷’

First published: October 26, 2017, 5:07 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर