Home /News /entertainment /
‘খালি মাথা, শয়তানের বাসা’, সুশান্তের মৃত্যুতে নাম জড়াতেই বিস্ফোরক মন্তব্য আরবাজ খানের

‘খালি মাথা, শয়তানের বাসা’, সুশান্তের মৃত্যুতে নাম জড়াতেই বিস্ফোরক মন্তব্য আরবাজ খানের

ট্যুইটারে ক্ষোভে ফেটে পড়েন সলমন খানের ভাই আরবাজ খান ৷ তিনি লেখেন...

 • Share this:

  #মুম্বই: আঙুলটা বারবার উঠে আসছে তাঁদের দিকেই। সোশ্যাল মিডিয়া ছেড়ে এখন গোটা দেশেই আছড়ে পড়েছে বয়কট সলমন খান, বয়কট করণ জোহর, বয়কট আলিয়া ট্রেন্ড। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর নেপোটিজমের ধ্বজা ওড়ানো বলি-সেলেবদের বিরুদ্ধে গর্জে উঠেছে গোটা দেশ । ব্যাপক রোষের মুখে পড়তে হয়েছে পরিচালক করণ জোহর থেকে শুরু করে খান ভাইদেরও । আউটসাইডারদের বলিউডে ঢুকতে না দেওয়া, স্টার কিডদের সুযোগ করে দেওয়া, অযোগ্য অভিনেতাদের বারবার সুযোগ দেওয়া...এমনই অনেক অভিযোগ ৷

  গোদের উপর বিষ ফোঁড়ার মত এর উপরে আবার আছে ‘দাবাং’-এর পরিচালক অভিনব কাশ্যপের বিস্ফোরক অভিযোগ ৷ তাঁকে খুনের হুমকি দেওয়া এবং বয়কট করার কথা বলা হয়েছে, এমন কথাই ট্যুইটারে জানিয়েছিলেন পরিচালক ৷ এর সঙ্গে সলমনের ‘বিয়িং হিউম্যান’র ব্যবসা নিয়েও একাধিক অভিযোগ উঠে আসে ৷

  এরপরেই ট্যুইটারে ক্ষোভে ফেটে পড়েন সলমন খানের ভাই আরবাজ খান ৷ তিনি লেখেন, "খালি মাথা শয়তানের ঘর। একটি প্রবাদ, যা আমাদের স্কুলে শিখিয়েছিল। সেই সময় আমি অত্যন্ত ছোট ছিলাম, বিষয়টির গভীর অর্থ বুঝিনি। তবে আশপাশে যা চলছে, তা দেখে বুঝতে পারছি প্রবাদটির কথাগুলি কতটা সত্যি।"

  এর আগে সলমন নিজের ফ্যানদের উদ্দেশ্যে সংযত থাকার বার্তা দিয়েছিলেন ৷ কোনও মন্তব্য় করার আগে সুশান্তের ফ্য়ানদের আবেগটা বোঝার অনুরোধ করেছিলেন ৷ এ বার সোশ্য়াল মিডিয়ায় ‘হেটার’দের উদ্দেশ্য়ে লিখলেন আরবাজ ৷

  উল্লেখ্য, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় স্টার কিডদের নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে ৷ ‘প্রিভিলেজড’ বলি তারকাদের দিকে ধেয়ে আসছে একের পর এক কটূ বাক্য ৷ সম্প্রতি সোনম কাপুরকে আক্রমণ করা হলে, সোশ্যাল মিডিয়ায় এর বিরুদ্ধে সরব হন অনিল কাপুর-কন্যা ৷ ট্যুইটার’কে বিদায় জানান, শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষী সিনহা, সলমন খানের ভগ্নিপতি আয়ুষ শর্মারা ৷ ট্যুইটারে সমস্ত তারকাদের আনফলো করে দিয়েছেন করণ জোহর ৷

  Published by:Simli Raha
  First published:

  Tags: Arbaaz Khan, Salman Khan, Sushant singh Rajput

  পরবর্তী খবর