# মুম্বই: মাকে হারালেন সঙ্গিতশিল্পী এ আর রহমান। বিগত কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন করিমা বেগম। সোমবার চেন্নাইয়ে তাঁর মৃত্যু হয়। নিজেই ট্যুইটারে শোক সংবাদ জানান অস্কার-জয়ী সুরকার।
সোমবার সকালে রহমান মায়ের একটি ছবি ট্যুইট করেন, যদিও তিনি ক্যাপশনে কিছু লেখেননি। এরপরই একে একে করিমা বেগমের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন রহমানের অনুরাগী, গুণমুগ্ধ থেকে শুরু করে সঙ্গীত ও ফিল্ম জগতের বহু মহারথী।
কীভাবে করিমা বেগমের মৃত্যু হল, সে বিষয়ে অবশ্য এ আর রহমান কিছু জানাননি।
— A.R.Rahman (@arrahman) December 28, 2020
মাত্র ৯ বছর বয়সে মৃত্যু হয় এ আর রহমানের বাবার। সেই সময় এ আর রহমানের নাম ছিল দিলীপ। বাবার মৃত্যুর পর মা-ই ছিল রহমানের সবথেকে বড় অবলম্বন। মায়ের খুব কাছের ছিলেন তিনি। একটি পুরনো সাক্ষাৎকারে রহমান বলেছিলেন, '' মার জন্য গান শেখা, মাই-ই আমার সঙ্গীত শেখার অনুপ্রেরণা।''
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: AR Rahman