আর গান নয়! এবার একেবারে অন্য ভূমিকায় দেখা যাবে এআর রহমানকে!

photo source collected

photo source collected

  • Last Updated :
  • Share this:

    #মুম্বই:  অ্যাকাডেমি অ্যাওয়ার্ড প্রাপ্ত সঙ্গীত পরিচালক এআর রহমান। এই নামট শুনলেই ভারতবাসীর বুকে শুধু নয় সারা বিশ্ববাসীর বুকে বাজতে থাকে নানা রকম পাগল করা সুর। কার‍ণ তিনি এআর রহমান। তিনি যে গানেই হাত দেন তাই সোনা হয়ে যায়। তাঁর মিউজিক নিয়ে প্রশ্ন তো দূর থাকতে পারে না কোনও কথাও।

    তবে এবার মিউজিক কম্পোস বা নিজের গলায় গাওয়া নয় তিনি আসতে চলেছেন একেবারে নতুন ভূমিকায়। তিনি করতে চলেছেন ছবি প্রযোজনা। শুধু প্রযোজনা নয় গল্পও লিখেছেন তিনি। তাঁর প্রোডাকশন কোম্পানি ওয়াইএম মুভিস-এর তরফ থেকেই প্রযোজিত হবে এই ছবি। ছবির নাম '৯৯ সঙ্গস'। এটি একটি লাভস্টোরি। ছবির শ্যুটিংও শেষ। এই বছরের জুনের ২১ তারিখে রিলিজ করবে এই ছবি। হিন্দি, তামিল, তেলেগু ভাষায় রিলিজ করবে এই ছবি। রহমান তাঁর ছবি নিয়ে টুইটও করেন তিনি।---

    First published:

    Tags: 99 songs, AR Rahman, Bollywood