#মুম্বই: অসাধারণ সঙ্গীত পরিচালনার উপর নির্ভর করে অস্কার দেশে নিয়ে এসেছেন তিনি ৷ সুরের জাদুতে দেশকে মাতিয়ে তুলেছেন তো অনেকদিন হল ৷ একন তো তাঁর সুরের মূর্ছনায় মাতোয়ারা হলিউডও ৷
এমন চূড়ান্ত সফল ব্যক্তি একটা সময় নাকি নিজেকে ব্যর্থ বলে মনে করতেন ৷ আর একটা সময় তিনি নাকি আত্মহত্যা করার কথা ভাবতে শুরু করেছিলেন ৷ এমনটাই জানিয়েছে এ আর রহমান ৷
আত্মজীবনী প্রকাশ অনুষ্ঠানে জীবনের কঠিনতম সময় প্রসঙ্গে রহমান বলেন, ‘‘২৫ বছর বয়স পর্যন্ত আমি আত্মহত্যার কথা ভবতাম ৷ আমরা বেশিরভাগ মানুষই নিজেদের যথেষ্ট যোগ্য মনে করি না ৷ আমি বাবাকে হারানোর পর শূন্যতা তৈরি হয়ছিল ৷ সেই সময় আমা জীবনে অনেক কিছু ঘটেছিল ৷ কিন্তু সেই সব ঘটনাই আমাকে সাহসী করে তোলে ৷ মৃত্যু সবার কাছেই স্থায়ী বিষয় ৷ সব সৃষ্টিরই যখন শেষ আছে, তখন কেন কোনও একটি বিষয় নিয়ে উদ্বিগ্ন হব?’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।